আমাদের দেখা হোক এক নরম বিকেলে। চায়ের কাপে চুমুক দিতে অনেকেএলোমেলো গল্প হোক। হঠাৎ তখন ঝুম বৃষ্টি নামুক। তুমি তখন বাড়ি ফেরা নিয়ে চিন্তিত হয়ে পড়বে। আমি না হয় তোমাকে এগিয়ে দিয়ে আসবো। সেই ফাঁকে আরও কিছুক্ষণ না হয় আমি তোমার কথা শুনবো, আর আমাকে শুনবে তুমি। তুমি প্রায়ই বলতে, তুমি বৃষ্টি ভালবাসো আর আমি আনমনে বলতাম, আমি তোমাকে ভালোবাসি। এমন একটি বিকেল কি আমাদের হতে পারে না? 🌸
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন