একটা চালাক শিয়ালের গল্প
বহুদিন আগের কথা। এক বনে বাস করতে এক চালাক শিয়াল একদিন খাবারে তাগিদে জঙ্গলে বেড়িয়ে পড়লো সে। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম, একটা হাতি মরে পড়ে আছে।
খিদা মেটানোর আশায় হাতির কাছে এগিয়ে গেল। দাঁত দিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো কিন্তু পারলো না। তাই আর হাতির মাংস খাওয়া হলো না। ক্লান্ত হয়ে এসে মরা হাতির পাশে বসে পড়লো। হঠাৎ তার কানে এলো এক সিংহের গর্জন। সিংহ তার দিকে এগিয়ে আসছিল। সে নরম সুরে বলল সিংহকে বলল মহারাজ আসুন। আমি আপনার জন্য হাতি শিকার করে পাহাড়া দিচ্ছি আসুন ভোজন করুন।সিংহ জোরে চিৎকার দিয়ে উঠলো।
সে বলল আমার নিজের শিকার আমি নিজে করি। অন্যের দয়ার খাওয়ার আমি খাই না। সিংহ সেখান থেকে চলে গেলো।কিছুক্ষণ পর হাজির হলো এক চিতা। শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো বলল এসো এসো এই হাতির এক টুকরা মাংস টেস্ট করো এটা সিংহের শিকার।চিতা বলল বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি শেয়াল বলল তুমি একদম চিন্তা করো না। সিংহ আসতেই আমি আওয়াজ দেব। তখন তুমি পালিয়ে যেও কি তা ভাবল এটা ভালো বুদ্ধি সে খাওয়া শুরু করল।চিতা ধারালো দাঁত দিয়ে অল্প সময়ের মধ্যে চামড়া কেটে মাংস বের করলো শিয়ালে এতক্ষণ চুপ করে দেখছিল যেই চিতা হাতির মাংস বের করলো অমনি শিয়াল চেচিয়ে, উঠলো সাবধান চিতা ভাই। এখনই পালাও সিংহরাজ এসে গেছে। সিংহের কথা শুনে সেখান থেকে পালিয়ে গেল। এইবার তো শিয়াল তো মহা খুশি। হাতির মাংস খেতে আর তার কোন সমস্যা হলো না।
Tajrin Nesa
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?