যদি বলি তুমি একান্তই আমার
তাহলে কি তুমি রাগ করে
বকা দেবে আমায়?
যদি বলি তুমি ছাড়া আমার
আকাশ নেই, বাতাস নেই,
কোনো উৎসব নেই, কোলাহল নেই।
তুমি ছাড়া আমি একেবারে অসার শূন্য প্রায়।
এই যে রংধনুর সাত রঙ, পাখিদের কলরব
সমুদ্রের ঢেউ, পাহাড়ি ঝর্ণা,শিশির ভেজা ঘাস
তুমি ছাড়া সকল কিছুই রঙ হারায়।
বৃষ্টি ভেজা সকাল, উদাস দুপুরবেলা,
স্নিগ্ধ বিকেল,রাতের নির্জনতা
তোমার কথা মনে করে দেয় খুব করে।
তখন আনমনে তোমায় নিয়ে ভাবতে বসে যাই।
মেঘেদের দলে তোমায় খুঁজে বেড়াই
তোমায় নিয়ে কল্প কথা সাজাই।
খুব একা থাকার বেলায় গল্প করি
কল্পনায় তোমায় আঁকি।
তোমায় ছাড়া শূন্যতা,বিষন্নতা আর
মন খারাপদের আঁকি চুপিসারে।
তুমি কি রাগ করো তাতে,মন খারাপ হয় খুব?
সময় করে জানাতে পারো আমায়,
আমি গভীর মুগ্ধতায় শুনবো নাহয় তোমায়।
#মীম
Salamsheikh00001111
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?