rahim90  
8 w ·Vertalen

–আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার না, বরং রাইভাল।
তবুও Luka Modrić – এই মানুষটাকে না ভালোবেসে পারা যায় না।

মাঠে যেমন শান্ত, তেমনি ভয়ংকর।
তার পায়ের নিচে যেন সময়ও ধীর হয়ে যেতো…
ফুটবলের প্রতি তার নিবেদন, তার খেলার স্টাইল – সব কিছুতেই একধরনের ছোঁয়া আছে, যেটা কেবল লিজেন্ডদের মধ্যেই দেখা যায়।

এই সিজনের পর রিয়াল ছেড়ে দিচ্ছেন তিনি..🙃
একটা যুগ শেষ হচ্ছে, কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে চিরকাল…

শ্রদ্ধা, মদ্রিচ। তুমি রাইভাল হলেও, হৃদয়ের কাছাকাছি একজন..❣️
সব কিছুর জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন.. 🌻💜

image