আবু ওমামা বাহেলী (রা) বলেন, নবী করীম (সা) বলেছেনঃ
আল্লাহর নিকট দুটি ফোঁটা এবং দুটি চিহ্নের চেয়ে প্রিয় কিছু নেই।
১. আল্লাহর ভয়ে চক্ষু হতে প্রবাহিত পানির ফোঁটা,
২. আল্লাহর রাস্তায় প্রবাহিত রক্তের ফোঁটা।
আর প্রিয় (দুটি) চিহ্ন হচ্ছে-
১. আল্লাহর পথে জখমের চিহ্ন,
২. আল্লাহর ফরয আদায় করতে করতে পায়ে বা কপালের চিহ্ন।
- [তিরমিযী, আত তারগীব হা/ ৪৭১৭]
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Suraiya Soha
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?
RB Siyam
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?