10 ভিতরে ·অনুবাদ করা

ঈমানের জোর: শিশুতোষ ইসলামিক গল্প ২!


স্বর্ণমুদ্রা। ছবি: কাল্পনিক।
আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। তখন মানুষ আল্লাহর নবীদের কথা মেনে চলতো। মানুষ সত্য কথা বলতো। ওয়াদা পালন করতো। বনি ইসরাঈলের এমনি এক লোক বাস করতো। নাম রুবায়া। সে দেশ-বিদেশে ঘুরে বেড়াতো আর বন্দরে বন্দরে ব্যবসা করতো। একবার বাণিজ্যের যাবার আগে কিছু স্বর্ণমুদ্রার টান পড়লো। ভেবে দেখলো, কারো কাছ থেকে ধার নেয়া ছাড়া গতি নেই। তখনি তাঁর মনে পড়লো উদার হৃদয় সোলায়মানের কথা।