কৃপণের ধন – শিশুদের জন্য শিক্ষনীয় গল্প ৪!
বনি ইসরাঈল গোত্রে বাস করতো তিন ব্যক্তি। একজন কুষ্ঠরোগী, একজন টাকু আর অন্যজন অন্ধ। তাঁদের পরীক্ষা করার জন্য আল্লাহ এক ফেরেশ্তা পাঠালেন। মানুষের বেশে ফেরেশতা গেল কুষ্ঠরোগীর কাছে। বলল, ‘তুমি আল্লাহ কাছে কি চাও?’ সে বলল, ‘আমি এই কুৎসিত রোগ থেকে মুক্তি চাই। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলো। সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, ‘তুমি কি কোন সম্পদ চাও” সে খুশি হয়ে বলল, ‘হ্যাঁ, আমি উট পেলে খুশি হই।’ ফেরেশতা তাঁকে একটি গর্ভবতী উট দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল।
ফেরেশতা টাকমাথা লোকটির কাছে গিয়ে বলল, ‘তুমি আল্লাহর কাছে কি চাও?’ লোকটি বলল, ‘টাকের কারণে মানুষ আমাকে অপছন্দ করে। আমি এর নিরাময় চাই।’ ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিতেই নতুন চুলে তার মাথা ভরে গেল। ফেরেশতা বলল, ‘তুমি কি কোন সম্পদ চাও?’ সে বলল, আমি গরু পেলে খুশি হই।’
Suraiya Soha
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟