ফেরেশতা তাঁকে একটি গর্ভবতী গাভী দিল আর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। এবার ফেরেশতা গেল অন্ধ লোকটির কাছে। বলল, ‘তুমি আল্লাহর কাছে কি চাও?’ লোকটি বলল, ‘অন্ধ বলে আমি আল্লাহর দুনিয়া দেখতে পারি না। আমি চাই চোখের আলো, যেন আল্লাহর সৃষ্টিয়ামি প্রাণভরে দেখতে পারি।’ ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে তার চোখ ভালো হয়ে গেল। ফেরেশতা বলল, ‘তুমি কি কোন সম্পদ চাও?’ সে বলল, ‘হ্যা,আমি একটি ছাগল পেলে খুশি হই।’
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
Suraiya Soha
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?