ফেরেশতা তাঁকে একটি গাভীন ছাগল দিল। এরপর আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করে বিদায় নিল। ফেরেশতার দোয়া কবুল করলেন আল্লাহ। তাঁদের দিলেন অনেক উট, গরু ও ছাগল। অল্পদিনেই তাঁরা ধনী হয়ে গেল। মানুষ তাঁদের এই অভাবিত উন্নতি দেখে হতবাক। কিছুদিন পর সেই ফেরেশতা আবার তাঁদের কাছে এলো। এলো অন্য মানুষের বেশে। প্রথমে গেল কুষ্ঠরোগীর কাছে। বলল, ‘আমি এক মুসাফির। পথ খরচ ফুরিয়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। আমার বাহন উটটি মরে গেছে। আল্লাহ আপনাকে দিয়েছেন চমৎকার চেহারা, অঢেল সম্পদ। যে আল্লাহ আপনাকে এতকিছু দিয়েছেন তার নামে আপনার কাছে একটি উট চাই।’
Suraiya Soha
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?