10 ভিতরে ·অনুবাদ করা

লোকটি বলল, ‘হতভাগা কোথাকার! দূর হ এখান থেকে। সারাজীবন খেটে আমি তোর জন্য সম্পদ গড়েছি নাকি?’
ফেরেশতা বলল, ‘সম্পদের মালিক আল্লাহ। সম্পদ নিয়ে বড়াই করবেন না। আল্লাহ যা দিয়েছেন তা থেকে আল্লাহর বান্দার জন্য ব্যয় করুন।’

লোকটি এবার রেগে দিয়ে বলল, ‘কি, আমাকে উপদেশ দেয়া হচ্ছে? যা যা, কিছুই পাবি না। ভাগ এখান থেকে।’
ফেরেশতা বলল, ‘আপনাকে মনে হয় আমি চিনতে পেরেছি। আপনার খুব খারাপ কুষ্টরোগ ছিল। আপনি ছিলেম গরীব। পরে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আপনাকে দান করেন অঢেল সম্পদ।’