এবার ফেরতেশতা গেল অন্ধ লোকটির কাছে। বলল, ‘আমি মুসাফির। আমাকে একটা ছাগল দিয়ে সাহায্য করুন।’
লোকটি বলল, ‘আমি ছিলাম অন্ধ ও গরীব। আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। ধন-সম্পদ দিয়েছেন। আমার যত সম্পদ সব আল্লাহরই দান। আপনার যে কয়টি বকরী দরকার ইচ্ছামত নিয়ে যান।’
ফেরেশতা বলল, ‘না, এসব আপনারই থাকবে। আল্লাহ আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। দু’জন পরীক্ষায় পাস করেনি। তাঁরা অহংকারী হয়ে উঠেছিল। তাঁদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আপনি পাস করেছেন। আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দিবেন।
Gefällt mir
Kommentar
Teilen
Suraiya Soha
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?