10 ভিতরে ·অনুবাদ করা

তক্ষুণি বড়পীরের হাত ধরে তওবা করলেন ডাকাত সর্দার। দলের অন্যরাও তওবা করলো। তাঁরা ওয়াদা করলো, ‘জীবনের আর ডাকাতি করবো না, লুটপাট করবো না। আল্লাহর অবাধ্য হবো না, পাপ কাজ করবো না।’ ডাকাতরা কাফেলার লোকজনকে ডেকে তাঁদের সব মালামাল ফিরিয়ে দিল। কাফেলা খুশি মনে বাগদাদের পথ ধরলো।

এই গল্প আমাদের শেখায়..

মিথ্যা কথা বলতে নেই, পাপের পথে চলতে নেই। থাকলে মনে আল্লাহর ভয়, জীবনটা হয় পুণ্যময়।

📲 Download our app for a better experience!