উমর রা. ও হুরমুযানের কথোপকথন : যুদ্ধের গল্প ১!
যিয়াদ ইবনে যোবায়ের বলেন হযরত ওমর রা. এক নওমুসলিম হুরমুযানকে জিজ্ঞাসা করলেন, দুই পরাশক্তি রোম ও পারস্য। একসাথে উভয়কে পরাস্থ করা মুশকিল। তোমার অভিমত কী ? আগে কোন শক্তির মোকাবেলা করা উচিৎ।
হুরমুযান কিছুক্ষণ ভেবে বললেন, আমিরুল মুমিনীন, আমাদের শত্রুর দৃষ্টান্ত একটি পাখির মতো। যার মাথা, দুটি ডানা, দুটি পা আছে ।
যদি আপনি একটি ডানা কেটে দেন তাহলে আরো এক ডানা ও দুই পা নিরাপদে থাকবে। আর যদি দুটি ডানাই কেটে দিতে পারেন তবুও মাথা ও দুই পা নিয়ে হেঁটে হলেও পালিয়ে যেতে সক্ষম হবে।
Beğen
Yorum Yap
Paylaş
Suraiya Soha
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?