10 w ·Traducciones

~•••নারীর যত্ন নিতে শিখেন

নারী যত্নের পাগল🙂✨❤️‍🩹

10 w ·Traducciones

~সব কিছু হারিয়ে ফেলার পরেও
নারী হাসে এই হাসি

•••বুঝার ক্ষমতা কোনো পুরুষ এর নাই
🙂😅

10 w ·Traducciones

তুমি বলেই

তুমি বলেই সকালটা এত সুন্দর লাগে,
তোমার নামেই রোদ নামে আমার বাগে।
তুমি না বললে কথা, তবু শুনি সুর,
তোমার নীরবতায় থাকে প্রেমের পুরোপুরি দূর।

তুমি আছো বলেই রাত আর ভয় পায় না,
অন্ধকারেও তোমার ছায়া আশার মতো কাঁপে না।
তোমার হাসি মানে শান্ত এক বৃষ্টি,
যা ধুয়ে দেয় সব দুঃখ, ক্লান্তির দৃষ্টি।

তুমি বলেই ভালোবাসা এত গভীর,
তোমার এক চাহনিতে থেমে যায় শহর, পথ, নদীর নীর।
তোমার চিন্তায় চলে সময়,
তোমার নামেই বেঁধেছি আমার প্রণয়ের পৃথিবী গড়ায়।

তুমি না থাকলে সবকিছু ফাঁকা,
তোমার অভাবে চলে না হৃদয়ের একটুকু রাকা।
তুমি আছো বলেই স্বপ্ন দেখি আবার,
ভালোবাসি তোমাকে—এটা শুধু নয়, একটা আদর্শ ও সংসার।

তুমি বলেই, ভালোবাসার মানে পাই,
তোমার জন্যই হৃদয়ে শান্তি খুঁজে পাই।
এই প্রেম রয়ে যাবে চিরকাল জীবনে,
তুমি বলেই পৃথিবীটা সুন্দর লাগে প্রতিক্ষণে।

10 w ·Traducciones

পুরুষ যত্ন করে পাওয়ার আগে 🥰
আর নারী যত্ন করে পাওয়ার পরে 💞🥀

10 w ·Traducciones

একজন নারী পুরুষ তখনই ভাগ্যবান যখন তার শখের মানুষ শুধুমাত্র তার প্রতি আসক্ত!❤️

10 w ·Traducciones

ভাই নারীর মায়ায় পরে যেজন
সারাজিবন আফসোস করে সে জন

image
10 w ·Traducciones

কিছু মন খারপের কোন ব্যাখ্যা হয় না,শুধু নিশ্বাস নিতেই কষ্ট হয়..!❤️‍🩹

10 w ·Traducciones

নারীর দেহ

image
9 w ·Traducciones

বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিলো। ঈগলের বাসায় ছিলো তার চার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত।

একদিন ঈগল যখন বাসার বাইরে ছিলো তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পরে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগীর বাসার উঠোনে ।

মুরগী সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো। অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে তা দিতে থাক...লো। একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগীর বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো।

কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগীকে বললো, ইস, যদি আমিও তাদের মত উড়ে বেড়াতে পারতাম। মুরগী হেসে উত্তর দিলো, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগী এবং মুরগী কখনো উড়ে না।

ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতই উড়ে বেড়াবে।

কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগী বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগীর এই কথাটিই ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকী মুরগীদের মতই কাটিয়ে দিলো। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল।

আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মত উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরন করো। মুরগীর কথায় কান দিতে যেও না.

9 w ·Traducciones

😍পৃথিবীর ছয় জন শ্রেষ্ঠ নারী 😍
__সবচেয়ে ত্যাগি 📖
মা খাদিজা (রাঃ)🌹
__সবচেয়ে স্বামী ভক্ত📖
বিবি রাহিমা ( রাঃ)🌺
__সবচেয়ে ইমানী শক্তি 📖
বিবি আছিয়া ( রাঃ)🌸
__সবচেয়ে পবিত্র 📖
বিবি মরিয়ম ( রাঃ)🌼
__সবচেয়ে জ্ঞানী📖
মা আয়েশা (রাঃ)🌷
__সবচেয়ে পর্দাশীল 📖
মা ফাতেমা ( রাঃ)💐
🥰🥰 সুবহানাল্লাহ🥰🥰

9 w ·Traducciones

☆____একজন বেদ্বীন নারীর অহংকার হচ্ছে.____☆
❀.....ধন সম্পদ+ অলংকার...❀
আর,,,,
❤︎...একজন দ্বীনদার নারীর অহংকার হচ্ছে তার একজন প্রিয়তম দ্বীনদার স্বামী....❤︎シ︎
.❥︎......𝑶𝒏𝒆 𝒅𝒂𝒚 𝑰𝒏𝑺𝒉𝒂 𝑨𝒍𝒍𝒂𝒉....... ❥︎😇