10 میں ·ترجمہ کریں۔

"বৃষ্টি মানেই এক ধরনের নীরব ভালোবাসা।বৃষ্টি বিলাসনরম মেঘে ঢাকা আকাশ, হঠাৎই টুপটাপ বৃষ্টি...কেউ ছাতার নিচে, কেউ জানালার পাশে, আর কেউ হয়তো খালি পায়ে ভিজছে—এই বৃষ্টির মাঝে যেন লুকিয়ে থাকে এক অন্যরকম সুখ,একটু নিরব শান্তি, একটুখানি বিলাস।এক কাপ চা, প্রিয় গান, আর এই বৃষ্টি—এর চেয়ে আর কিছুই তো চাই না?পুরোনো অনুভবগুলো আবার জেগে ওঠে…বৃষ্টি আজও কাব্যের মতো নেমে আসে মনে।