জারুল
তোমার চোখে পানি কেন?
আমি কি কাঁদছি?
না…
আমি তো কাঁদি না আর।
আমার দুঃখেরও রং আছে—
নীল, বেগুনি… খুব নরম।
আমি সেই রঙে ঢেকে রাখি নিজেকে।
এই দুঃখেই আমার শান্তি,
তাতে কোনো ভার নেই, শুধু নীরবতা।
আমি রংধনু হতে চাই না,
চাই না ঝলমলে আলো হয়ে ভেসে যেতে।
আমি থাকতে চাই নিজের মতো—
সাধারণ, সুনিরব, অথচ নির্জন রঙেই আমি পূর্ণ।
Gefällt mir
Kommentar
Teilen
Suraiya Soha
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Apurbo Mega
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Sakil Khan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?