অচেনা টান
তোমায় আমি চিনি না তবু চিনেছি মনে,
অদৃশ্য এক টানে জড়িয়েছো হৃদয়খানে।
চোখে চোখ পড়েনি, হয়নি কোনো কথা,
তবু কেন জানি, মনে বাজে প্রেমের ব্যথা।
তুমি কে? কোথা থেকে এলে জীবনে?
স্মৃতিহীন সকাল যেন রঙ ছড়ায় বিকেলে।
তোমার নাম জানি না, মুখও নয় চেনা,
তবু ভালোবাসার ছায়া এসে জড়িয়ে নেয় গোপনে।
শুধু অনুভব—তুমি আছো কোথাও,
হয়তো সপনে, হয়তো হাওয়ার নীড়ে।
তোমার অস্তিত্ব মিশে আছে নিঃশ্বাসে,
অচেনা সেই ভালোবাসা বাজে হঠাৎ কণ্ঠস্বরে।
তুমি না আসো, না যাও—তবু আছো,
এক অলিখিত কবিতার মতো মনের ক্যানভাসে।
হয়তো কোনোদিন দেখা হবে না আর,
তবু এই টান, এই অনুভব থাকবে আমার।
ভালোবাসা সব সময় জানতে হয় না,
কখনো কখনো শুধু অনুভবই যথেষ্ট হয় জানা।
Sakil Khan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?