তোমাকে চাই
তোমাকে চাই প্রতিটি সকালের আলোয়,
চাই তোমার নাম লিখে রাখি রোদ্দুরের পালোয়।
তুমি না থাকলে দিন চলে অলস ঘোরে,
তোমার স্মৃতিই কেবল জেগে থাকে মনভরে।
তোমার হাসিতে লুকিয়ে থাকে মধুর শান্তি,
যেন এক ফোঁটা বৃষ্টিতে জেগে উঠে ধরা মাটি।
তোমার স্পর্শ মানে হৃদয়ের স্পন্দন,
তোমার চোখ মানে এক জীবনের বন্দন।
তোমাকে চাই শব্দে, নিঃশব্দে, ছায়ায়,
তোমায় ছাড়া স্বপ্নও হারিয়ে যায় ছায়ায়।
তোমার পাশে থাকাই আমার সব পাওয়া,
তুমি না থাকলে লাগে জীবন একা, থেমে যাওয়া।
তোমার নামেই বেঁচে থাকা,
তোমার গল্পেই দিন ফুরানো রাত জাগা।
তুমি আমার প্রার্থনা, তুমি আমার গান,
তোমায় নিয়ে গড়ে তুলি অনন্ত সম্ভাবনাময় প্রাণ।
তোমাকে চাই শুধু আজ নয়, চিরদিন,
ভালোবাসার এই পথ হোক অন্তহীন।
তুমি আর আমি — হৃদয়ে একরেখা,
যেখানে ভালোবাসাই আমাদের চিরসাক্ষ্য।
Sakil Khan
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?
Injamul Hussain omouir
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?