নেপোলির কাছে ইন্টার মিলানের লীগ শিরোপা হারানোর
পেছনে অনেক কারণ আছে । তারমধ্যে উল্যেখযোগ্য হল
বিগম্যাচে জয় না পাওয়া । ইন্টার এই মৌসুমে জুভেন্টাস ,
নেপোলি এবং এসি মিলানের বিপক্ষে কোন জয়ের দেখা
পায়নি । এটা বড় ফ্যাক্ট । আর লাউতারোর ইনজুরিও ভাল
ভুগিয়েছে ইন্টারকে । ইন্টার মিলানের স্কোয়াড ডেপ্ট খুবই
শক্তিশালী এবং অভিজ্ঞ । ইউসিএল ফাইনালে তাই তরুণ
বনাম অভিজ্ঞের দারুণ লড়াই হবে ।গুরুত্বপূর্ণ দুটি শিরোপা হারানোর স্মৃতিকে মুছে দিতে ইউসিএল ফাইনালে আরও
বেশী শক্তিশালী হয়ে মাঠে নামতে লাউতারো মার্টিনেজদের।
AFFGBD
