ইন্টার মিলান সর্বশেষ ইউসিএল জিতেছিল ২০১০ সালে ।
আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের জানেত্তির নেতৃত্বে ডিয়েগো
মিলিতো এবং ওয়েসলি স্নেইডারের লক্ষ্যভেদে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছিল ইন্টার ।
বাংলাদেশ সময় আজ রাত ১ টায় আবারও চ্যাম্পিয়নসলীগ
জয়ের লক্ষ্যে পিএসজির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ইন্টার
মিলান । ২০১০ সালের ভেন্যু ছিল সান্তিয়াগু বার্নাব্যু । আর এবারের ভেন্যু হল ২০১০ সালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ এর হোম গ্রাউন্ড আলিয়ান্জ এরেনা । আজকের এই ম্যাচে
কাগজে কলমে সকলে এগিয়ে রাখবে পিএসজিকে । তার
কারণ হল তারা একটি টিম হয়ে খেলেছে । প্রতিটা পজিশন
এর খেলোয়াড়েরা তাদের সেরাটা দিচ্ছে । আর ইন্টারকে
এগিয়ে রাখবে দলের খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং বয়স । ২০২৩ সালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে হারের ভূল থেকে শিক্ষা নিয়ে আজ যদি ইন্টার মিলান পিএসজির বিপক্ষে নিখুঁত একটি ম্যাচ খেলতে পারে তাহলে শিরোপা যাবে সান সিরোতেই । আশা করি লাউতারো মার্টিনেজ
গোলের দেখা পাবেন এবং শিরোপা জয়ের উল্লাস করবেন।
আমার পক্ষ থেকে ইন্টার মিলানের জন্য অগ্রিম শুভকামনা
রইল । AFFGBD
