শুভ জন্মদিন : আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক - ড্যানিয়েল প্যাসারেলা(৭২) 🇦🇷
দক্ষিণ আমেরিকার এবং আর্জেন্টিনার ইতিহাসের সর্বকালের সেরা সেন্টারব্যাক। তিনিই একমাত্র আর্জেন্টাইন, যিনি আর্জেন্টিনার হয়ে ২ টি বিশ্বকাপ জিতেছেন। ক্লাবে তিনি রিভারপ্লেটের হয়ে খেলেছেন। রিভারপ্লেটের হয়ে ৭ টি লীগ জিতেছেন।
অবসরের পর তিনি আর্জেন্টিনা, রিভারপ্লেটের হয়ে কোচের দায়িত্ব পালন করেন।
আজ তার ৭২ বছর পূর্ন হয়েছে।

Suka
Komentar
Membagikan
sreejoy Sarker
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?