একদিন মোটা বিড়ালটি আয়নায় নিজেকে দেখে ভয় পেয়ে চিৎকার করল, “ভূত!” এরপর সে দৌড়ে খাটের নিচে ঢুকে গেল। ছোট কুকুরটা দেখে ভাবল সত্যি ভূত এসেছে, সে দৌড়ে বাইরে গিয়ে পাঁঠাকে গুঁতো দিল! পাঁঠা রেগে গিয়ে দোকানে ঢুকে সবজি খেয়ে ফেলল। দোকানদার পুলিশ ডাকল। পুলিশ এসে দেখল—সব শুরু হয়েছে এক মোটা বিড়ালের আয়নায় তাকানো দিয়ে!