ছায়া ও ছেলেটি
রাস্তার পাশে মেয়েটি প্রতিদিন বসে থাকত, ছেলেটা প্রতিদিনই পাশ দিয়ে যেত, কিছু না বলে। একদিন হঠাৎ ছেলেটা এসে বলল, "তুমি কি ছায়া? প্রতিদিন আমার পাশে থেকেও কিছু বলো না!" মেয়েটা হেসে বলল, "তুমিই তো আলো! আমি শুধু অপেক্ষায় ছিলাম তুমি ফিরবে বলে!" সেইদিন থেকেই তাদের গল্প শুরু।