এক কাপ চা, এক জীবন প্রেম
চায়ের দোকানে নিয়ম করে বসত ছেলেটি আর পাশের টেবিলে মেয়েটি। মুখে কথা হতো না, কিন্তু চায়ের কাপ বদল হতো ভুল করে। একদিন মেয়েটি বলল, “আজ তুমি কাপ পাল্টাওনি?” ছেলেটি মুচকি হেসে বলল, “আজ বদলাবো না, কারণ আমি চাই তুমি আমার জীবনে থেকো ঠিক এই কাপটার মতো।”