বউকে যেভাবে ভালোবাসবো।😍
১। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০ মিনিট জড়িয়ে ধরে বসে থাকবো
২। প্রতিদিন তিন বেলা তিনবার করে (I ❤ U) বলবো।
৩। প্রতিদিন তিন বেলা করে কপালে Kiss করবো।
৪। প্রতিদিন তিন বেলা তিনবার করে Lip Kiss করবো।
৫। প্রতিমাসে ৪-৫ বার করে বাহিরে ঘুরতে নিয়ে যাবো।
৬। রাগ করে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরব যতক্ষণ রাগ না কমবে 💏
৭। তুমি বাপের বাড়ি যেতে চাইলে অনেক অভিমান করবো! কারণ তোমাকে ছাড়া থাকতে পারবোনা।
৮। রান্না খারাপ হলে চুপ করে খেয়ে নিবো তোমাকে বুঝতেই দিবো না।😍
৯। দরজা খুলতে দেরি হলে রাত আঁধার করে দেরিতে আসবো।🙈
১০। একটা চাইলে দুইটা দিবো যেমন (বাবু)🙈
১১। রাতে জড়িয়ে না ধরলে ঘুমাবো না! বউকে ও ঘুমাতে দিবো না।
১২। মাঝেমধ্যে সারারাত দুজনে গল্প করে কাটিয়ে দিবো।❤
১৩। মাঝেমধ্যে বউকে কোলে তুলে নিবো আর কপালে Kiss করবো।😘
১৪। মাঝেমধ্যে বউয়ের চুলে বেনি বেঁধে দিবো।🤗
বউয়ের এর জন্য ভালোবাসা অবিরাম।
বউকে শাড়ি পরানোর দায়িত্ব আমার।
মাথায় তেল দিয়ে চুলে বেনি করে দিব রাতের বেলায়।
প্রতিদিন কম করে হলেও কপালে ২০টা চুমু এঁকে দিব।
প্রতিদিন কম করে হলেও ১৫+১৫+১৫+২০=৬৪ টা লিপ কিস দিব।🥰
অফিস থেকে আসতে দেরি হলে, আর বউ রাগ করে বসে থাকলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাগ ভাঙ্গাবো।😌
অভিমান করে বসে থাকলে রোমান্টিক গান শোনাবো আর উরাধুরা ডান্স দিব (যদিও পারিনা তারপরও) আর মজার মজার কৌতুক শুনাবো আর অভিমান ভাঙ্গাবো।
এমন কোন কাজ করব না যার জন্য ওর চোখে পানি আসে।😥
অফিস থেকে বাসায় আসার সময় প্রতিদিন আইস্ক্রি, ফুচকা, ঝালমুড়ি, চকলেট নিয়ে আসব ওর জন্য।
শুক্রবার পুরা সপ্তাহের কাজ দুইজন একসাথে করবো আর রান্না টাও একসাথেই করে দুইজন এক প্লেটে খেয়ে বিছানায় হালকা গা এলিয়ে, বিকেল টাইমে ফুটপাতের কোন দোকানে তার প্রিয় খাবার গুলি দুইজন শেয়ার করবো।
সেখান থেকে কোন একটা লেকের ধারে তার মাথাটা আমার কাঁধে নিয়া কিছুক্ষণ বসে থেকে বাসায় এসে রাতের বেলায় ছাদে উঠে দুইকাপ চা নিয়ে বসে বসে চা খাবো। আর সে আকাশের চাঁদ দেখবে আর আমি আমার চাঁদ দেখবো।❤
পাগলি টাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসবো যে ভালোবাসার কোন দিন ও কমতি থাকবে না😘