কিছু মানুষ আছে এমন যে দুনিয়ার সবার কথা শুনবে কেবলমাত্র স্ত্রীর কথা ছাড়া। আর যারা স্ত্রীর ভালো পরামর্শ আমলে নেয় তাদেরকে টিটকারি করে বৌ পাগল ডাকবে। আবার এমনও লোক আছে যে নিজের স্ত্রীর ভালোমন্দ সব কথাই শুনে চলে, আবার আরেকজনকে বলে উমুক তো বৌয়ের কথায় উঠবস করে। নিজে করলে ক্ষতি নাই,অন্য করলে দোষ! আর প্রকতপক্ষে যে সুপুরুষ,সে যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সময় নিজের বউটার সাথে পরামর্শ করে এরপরই সে সামনে পা বাড়ায়। স্ত্রী ভালো কথা বললে অবশ্যই শুনে চলে, স্ত্রী কুপরামর্শ দিলে এড়িয়ে চলে। এমন পুরুষ সব নারীর জীবনে আসুক যে তার স্ত্রীর ভালো লাগার,সিদ্ধান্তের,মতামতের গুরুত্ব দেয়।
লেখক : বোকা রাজপুএ