এক ছোট শিশু মসজিদে ফজরের নামাজে যাওয়ার সময়, রাস্তায় একদল পথের কু'কু'র ছেলেটার দিকে এগিয়ে আসে, ছেলেটা তীব্রস্বরে চিৎকার করে বলে:
“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।”
তারপর কু'কু'রগুলো তাকে একা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ।
কপি পোস্ট