একদিন রাহুল বাজারে গিয়ে দেখল এক লোক কলা ছলছে—"এক ডজন নিলেই একটা ফ্রি!"
রাহুল বলল, “তাহলে আমি বারো ডজন নেব, এক ডজন ফ্রি হবে!”
দোকানদার হাসল, “ভাই, এক ডজন কিনলে একটা কলা ফ্রি, এক ডজন না!”
রাহুল বলল, “তাহলে ১২ বার এক ডজন নিলেই তো ১২টা ফ্রি!”
দোকানদার মাথা চুলকে বলল, “তুমি কলা না, আমার মাথাই খাচ্ছো!”