11 w ·Translate

আমার পার্সোনাল মানুষটি কালকে একটি পোস্ট শেয়ার করেছিল আমাকে যেখানে লিখা ছিল নারীর অভিভাবকত্ব যদি গ্রহন করতে না পারো মা বোনদের উপর ছেড়ে দাও তাহলে তুমি বিয়ে করো না তো সেই অনুসারেই গল্পটি লেখা

আমি ছেলে হয়েও ছেলেদের নিয়ে লিখলাম। পুরুষ নামক কাপুরুষ আছে সমাজে তাদের জন‍্য।
- কিছু মানুষ রূপে কাপুষরুদের জন্য কিছু কথা যখন একটা মেয়ের দায়িত্ব নিতে পারবেই না!!!
তাহলে ওই মেয়েকে ভালোবাসার সপ্ন কেনো দেখানো হয়,,,?
কেনো তার জীবনটা নিয়ে ছেলে খেলা করা হয়? একটা মেয়েকে বিয়ে করে যদি তার সাথে এতো খারাপ আচরণ করবে তাহলে কেনো তাকে বিয়ে করে আনা হয়,,, বর্তমান যুগে এসে ও কিছু মহিলা তার ছেলের বউ উপরে এতো নির্মম আচরণ করে যা আসলেই মেনে নেওয়া যায় না,,,,, আবার একটা মেয়েক বিয়ের করে নানান অযুহাতে মারধর করা হয় কেন ভাই ? মার কথা শুনে বউয়ের গায়ে হাত দেওয়ার আগে মনে হয় না তার ও মা বাবা আাছে👍 শাশুড়ীর সাথে ছেলের বউর ঝামেলা হবে সাভাবিক তার কারণ হলো মা তার মমতা ছাড়তে চায় না আর বউ তার অধিকার,,,,,,☠️
আসলে এইসব ঝামেলা এক মাএ একটি পুরুষ ঠিক করতে পারে যদি তার নূন্যতম ধারণা থাকে বউকে বউর মতে আর মাকে মার মতো করে বুঝালেই সংসারে কোন ঝামেলা থাকে না,,,, কিন্তু না কিছু কাপুরষতো এখন কিছু থেকে কিছু হলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়,,😏😏😏

-শোন ভাই মাইয়া মানুষকে এতো সহজ ভাবে নিস না একা চলতে শিখে গেলে তোদের মতো পুরুষের ছায়াও পরতে দেয় না,,,, নারী চাইলে সব পারে কেননা নারী মেয়ে নারী বোন নারী মা ❤ আর এ নারী যদি ব্যথার কষ্টের কথা ভাবতো তাহলে পুরুষ জাতী তোমার জন্ম হতো না,,,,, তাই নারীকে সম্মান করতে শিখো👍🙏

বিদ্রো: কথা গুলো শুধু তাদের জন্য যারা বলে বেরায় নারী কিসে আটকায় টাকায় নাকি ভালোবাসায়😏??
-🥰💓আসলে নারী আটকায় মমতায় ❤

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

3 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

3 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

3 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

3 hrs ·Translate

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।