আমার পার্সোনাল মানুষটি কালকে একটি পোস্ট শেয়ার করেছিল আমাকে যেখানে লিখা ছিল নারীর অভিভাবকত্ব যদি গ্রহন করতে না পারো মা বোনদের উপর ছেড়ে দাও তাহলে তুমি বিয়ে করো না তো সেই অনুসারেই গল্পটি লেখা
আমি ছেলে হয়েও ছেলেদের নিয়ে লিখলাম। পুরুষ নামক কাপুরুষ আছে সমাজে তাদের জন্য।
- কিছু মানুষ রূপে কাপুষরুদের জন্য কিছু কথা যখন একটা মেয়ের দায়িত্ব নিতে পারবেই না!!!
তাহলে ওই মেয়েকে ভালোবাসার সপ্ন কেনো দেখানো হয়,,,?
কেনো তার জীবনটা নিয়ে ছেলে খেলা করা হয়? একটা মেয়েকে বিয়ে করে যদি তার সাথে এতো খারাপ আচরণ করবে তাহলে কেনো তাকে বিয়ে করে আনা হয়,,, বর্তমান যুগে এসে ও কিছু মহিলা তার ছেলের বউ উপরে এতো নির্মম আচরণ করে যা আসলেই মেনে নেওয়া যায় না,,,,, আবার একটা মেয়েক বিয়ের করে নানান অযুহাতে মারধর করা হয় কেন ভাই ? মার কথা শুনে বউয়ের গায়ে হাত দেওয়ার আগে মনে হয় না তার ও মা বাবা আাছে👍 শাশুড়ীর সাথে ছেলের বউর ঝামেলা হবে সাভাবিক তার কারণ হলো মা তার মমতা ছাড়তে চায় না আর বউ তার অধিকার,,,,,,☠️
আসলে এইসব ঝামেলা এক মাএ একটি পুরুষ ঠিক করতে পারে যদি তার নূন্যতম ধারণা থাকে বউকে বউর মতে আর মাকে মার মতো করে বুঝালেই সংসারে কোন ঝামেলা থাকে না,,,, কিন্তু না কিছু কাপুরষতো এখন কিছু থেকে কিছু হলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়,,😏😏😏
-শোন ভাই মাইয়া মানুষকে এতো সহজ ভাবে নিস না একা চলতে শিখে গেলে তোদের মতো পুরুষের ছায়াও পরতে দেয় না,,,, নারী চাইলে সব পারে কেননা নারী মেয়ে নারী বোন নারী মা ❤ আর এ নারী যদি ব্যথার কষ্টের কথা ভাবতো তাহলে পুরুষ জাতী তোমার জন্ম হতো না,,,,, তাই নারীকে সম্মান করতে শিখো👍🙏
বিদ্রো: কথা গুলো শুধু তাদের জন্য যারা বলে বেরায় নারী কিসে আটকায় টাকায় নাকি ভালোবাসায়😏??
-🥰💓আসলে নারী আটকায় মমতায় ❤