11 i ·Oversætte

বোনদের পোষ্ট করা দেখে লিখলাম।
প্রেম করেছো নিজের ইচ্ছায়।
হোটেলে sex করেছো নিজের ইচ্ছায়।প্রেমিকের সাথে যখন,তখন ফোনে সেক্স করেছো।সেটাও নিজের ইচ্ছায়।ডেটে গেলে শরীরের,জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো।কাওকে জিজ্ঞেস কর নাই,,,,,কাজটা কি ঠিক না বেঠিক ? দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল,,,,,!!!এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে,, এখন বলছো,,, পৃথিবীর সব ছেলেরাই খারাপ।

তুমি নারী তোমাকে ১৪ জন পুরুষ ব‍্যাতীত আর সব গায়রে মাহরাম কে হারাম করা হয়েছে। তাদের আশেপাশে দিয়ে গেলে পরিপূর্ণ পর্দা করে যেতে বলা হয়েছে। তুমি তাদের থেকে দূরে থাকবে কি তুমি তোমার দেবর, দুলাভাই এর সাথেই ফষ্টি নষ্টি করো। অথছ কোরআনে দেবর ও দুলাভাইকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। জাহান্নাম নাম শুনেছ দেখনি তোমার পাপের জন‍্য হয়তো তোমাকে দুনিয়ায় সাজা না পেলেও জাহান্নামে ঠিকই ওলঙ্গ অবস্থায় জাহান্নামের গরম তেলে ডুবানো হবে। তোমার শাস্তি হবে ভয়ংকর তুমি ভাবতেও পারবে না। আল্লাহ্ মাগফীরলি আল্লাহ্ মাপ করুক।

তুমি যে হারাম রিলেশন করে তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে,তা তো বলো না! তোমাদের তো এসব লুচ্চা ছেলেরই পছন্দ,যারা লুতু পুতু কথা বলে মেয়ে পটাতে পারে,,,,,,কখনো কি বুঝার বা জানার চেষ্টা করেছো,,,,একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বুঝাই??যে ছেলে তোমার পিছে ঘুরে, তোমাকে ইম্প্রেস করছে তার,,কি ভরসা, যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না এসবের পর ও ,,তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো,, তা আর স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেড়াবে "ওই মেয়েটা ভালো না আমিও করছি,,! এই কথা তো আর মিথ্যা না,,,,!!!
তাকে এই কথা বলার সুযোগ দিলো কে? তুমিই তো নাকি???এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে,,, বাবা-মা এখন যার সাথে বিয়ে দিবে,,,তাকেই বেছে নিয়ে চুপ থাকবে,,,!!! তোমার এই ব্যবহৃত শরীরকে, সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে,,,, তাকে উপহার দিবে,,,,!!!!
হ্যা বাবা-মা যা করে সন্তানের ভালোর
জন্যেই করে।
যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দিবে সেও একটি পুরুষ।মেয়েদের কাছে আশা করবো শুধু সুন্দর প্লেবয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে,

আমি কি বলি বোন শোন আগেই তো নিজের সতীত্ত্ব নিজের সবকিছু অন‍্যের কাছে উজার করে দিছো। বিয়ের আগে অন্তত তোমার বাবা মার ঠিক করা ছেলেকে বইলো তুমি ভার্জিন না আর একজনকে আগেই সবকিছু উজার করে দিছো। প্লিজ ওই ছেলেকে ঠকায় ও না। বিয়ের পর তোমার সত‍্য সে জানতে পারবেই। তখন দুনিয়াতেই জাহান্নামের স্বাদ পাবে তুমি তার কাছে । তোমার অতীত তাকে বলার পর সে যদি মেনে নেয় তোমাকে তোমাকে সে অনেক ভালোবাসবে সংসার জান্নাতের মতো হবে।

প্লিজ কথা গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
#সতর্কমূলক পোস্ট

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।