রোমান্টিক গল্পের লেখক
বোকা রাজপুএ
আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারায় ফেলবে।
সেদিন খুব বেশি অবাক হইয়েন না। কারণও জিজ্ঞেস কইরেন না।
কারণ, বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপূত হবে না।
মানুষের পছন্দ, অপছন্দ কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল। এটা মেনে নেন, জীবন সহজ হবে।
জানেন তো মানুষ সব কিছু সহ্য করতে পারলেও ভালোবাসার মানুষের আঘাত সহ্য করতে পারে না। যে হৃদয়ে আঘাত করেন সেই হৃদয়ে আপনার স্থান ছিলো। একদিন আঘাত করতে করতে দেখবেন সেই হৃদয়ে আপনিই নেই।
তাই বলি যতদিন প্রিয় মানুষটা আছে প্লিজ অবহেলা কইরেন না। একবার হারিয়ে গেলে আর পাবেন না।
#viralpost2024hggggfggg