11 u ·Prevedi

গল্প: পর্দাশীল মেয়ের প্রেমে
পার্ট4
লেখক: বোকা রাজপুএ।

কাব‍্য: আমরা কি বন্দু হতে পারি?
নিধি : না। আমি ভালোভাবে নামাজ পড়তে চাই। আমি কারো সাথে কথা বলতে চাই না।
কাব‍্য: ওকেই।

এরপরে দিন গুলো একা একাই চলতে থাকল ক্লাস বন্ধুদের সাথে আড্ডা হঠাৎ ২মাস পরে একদিন ইমুতে মেসেজ আসছে

নিধি : আসসালামু আলাইকুম। কেমন আছেন?
কাব‍্য: ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আপনি কেমন আছেন?
নিধি : আলহামদুলিল্লাহ্ ভালো। কি করেন।
কাব‍্য: আপনার সাথে মেসেজ করি। 😅 আপনি?
নিধি: আমিও। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি?
কাব‍্য: সিউর।
নিধি : আচ্ছা আজ থেকে আমরা বেষ্টফেন্ড ওকে।
কাব‍্য: ওকেই। ( এরপরে ধীরে ধীরে তার সাথে 24 ঘন্টা কথা বলা রাত ৩ টা পযর্ন্ত + তার রাগ ভাঙ্গানো { বাবারে যে রাগী যদি আজকে রাগ
করলে কালকে রাগ ভাঙ্গতো } এভাবে রাগ অভিমান করতে করতে আমি তাকে ভালোবেসে ফেলছি। সেই আমাকে ভালোবাসে শাসন করে। তার যখন বিয়ের জন‍্য তাকে দেখতো আসতো তখন আমাকে বলতো দেখতে আসছে 😭 আমি তখন তাকে বিয়েতে রাজি হতে না করতাম। [ মসজিদে গিয়ে নামাজ পড়ে বলতাম হে আল্লাহ্ তুমি তো সব করতে পারো দয়া করে ওর বিয়ে টা ভেঙ্গে দাও। পরে ওর বিয়ে ভেঙ্গে গেলে খুশিতে লাফালাফি করতাম কারন নাচতে তো পারিনা😅।
এভাবেই দিন কাটতে ছিলো। ও আরেকটা কথা আমাদের ভালোবাসা মোবাইলেই সীমাবদ্ধ ছিলো। কলেজে কোনো দিন আমরা দুইজন দুইজন কে দেখিনি। তো একদিন আমি বাসায়....

নিধি: ওই কালকেই আমার সাথে দেখা করবে *** এই মোড়ে ২ টার সময় অপেক্ষা করবে। আমি প্রাইভেট পরে দেখা করবো?
কাব‍্য: কি বলছ আমি এখন দেখা করতে প্রস্তুত না। তা ছাড়া বাসায় একটু কাজ আছে? ( আসলে আমি স্মার্ট এর স ও বুজতাম না সহজ সরল ক্ষেত টাইপ। )
কাব‍্য: আমি ওত কিছু বুঝি না কালকে দেখা না কারলে সারাজীবনে আর কথা বলবো না।
কাব‍্য: ওকে আমি আসবো🥺😔।
তো পরেদিন ১ টা ৪৫ মিনিটে সেখানে গেলাম। আয়নায় নিজেকে দেখতে বিচ্চিরি লাগছিলো তাই দোকান থেকে একটা মাস্ক কিনলাম।
কাব‍্য: নিধি কই তুমি?
নিধি: *** এই দোকানে আসো।
কাব‍্য: ওকে। ( তো সেই দোকানের কাছে গেলাম দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পরীর মতো সুন্দর আমার হার্টবিট বেড়ে গেছে। আমি তার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না।
নিধি: এস এম এস দিলো ক ই তুমি আমি কত্তো খন ধরে দাড়িয়ে আছি?
কাব‍্য: একটু w8 করো।
নিধি : পারবো না বলে চলে যাচ্ছে?
কাব‍্য: মেসেজ দিলাম পিছনে তাকাও আমি তোমার পিছে।
নিধি: মেসেজ সীন করে পিছনে তাকালো।
আসসালামু আলাইকুম। কেমন আছেন।
কাব‍্য: ওয়ালাইকুম সালাম। কেমন আছ?(কথা বলতে পারছি না তাকে দেখে)
নিধি: ভালো। কখন আসলেন।
কাব‍্য: এই মাএ। ( তো আমার কথা আটকে যাচ্ছে ফাষ্ট টাইম ফাষ্ট লাভ ফাষ্ট মিট তাই )
নিধি : মাস্ক পড়েছেন কেনো। মাস্ক খুলেন। আপনাকে দেখি।
কাব‍্য: থাক দেখতে হবে না ( ভয় পাচ্ছি যদি আমাকে দেখে অপছন্দ করে ) তো অনেক বার রিকোয়েস্ট করলো তবু কথা এড়িয়ে গেলাম।
কাব‍্য; আচ্ছা রাস্তা তো এখানেই শেষ চলে যাবা 🥺।
নিধি : হুম। আচ্ছা মাস্ক টা খুলেন না প্লিজ শেষ বার।
কাব‍্য: না থাক আজকে না পড়ে দেইখো।
নিধি: আচ্ছা তাহলে যাই ভালো থাকবেন। ( বলেই রিক্সা করে চলে গেলো।
কাব‍্য: বাসায় এসে তো অনেক খুশি তার পিচ্ছি অনেক সুন্দর দেখতে পরীর মতো।
( সেদিন দেখা করার পর থেকে শুর হলো আসল কাহিনি আর মেসেজ দেয় না কথা বলে না ইগনোর করা শুরু করে 😭।
কাব‍্য: কি হলো নিধি। আমাকে ইগনোর করতছ কেনো। আমি কি কোনো ভুল করেছি 😭। প্লিজ কথা বলো। 🙏। তোমায় অনেক ভালোবাসি আমি এসব মেনে নিতে পারছি না 😭🙏
নিধি : দেখ আমি কি আপনারে বলছি ভালোবসি। আমি আপনারে বেষ্টফেন্ড ভাবতাম।
কাব‍্য: নিধি প্লিজ এভাবে বলো না আমি জানি তুমিও আমাকে ভালেবাসো 😭।
নিধি : দেখ যদি ডিস্টাব করবি না আর আমি ফেন্ডশিপ ও রাখতে চাই না আবার বললে ব্লক মারবো।
কাব‍্য: আচ্ছা 🥺😔। ( তো সেদিন থেকে একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে মারতেছিল। খাবার খেতে গেলে চোখের পানিতে পেল্টের ভাত ভিজে যেত। জায়নামাজে কান্না করে ভিক্ষা চাইতাম।
১৫ দিন পর.....
নিধি আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ তোমার ভালোবাসা ভিক্ষা।
নিধি : আমি একজনকে ভালো বাসি আমার মামাতো ভাই ( সে বিদেশ থাকে)
কাব‍্য: 😭😭🙏🙏 প্লিজ আমার সাথে মজা কইরো না আমি তোমাকে অনেক ভালোবাসি।
নিধি: আরেহ রাখ তোর ভালোবাসা। আমাকে সেসেজ দিবিনা।
কাব‍্য: আচ্ছা যাও আর ভালোবাসি বলবো না। আমারা বন্দু হয়ে থাকবো।
নিধি : না।
কাব‍্য: বন্ধু হয়ে থাকাও কি পাপ😭
নিধী: হ‍্যা। আমার বয়ফেন্ড আছে আর মেসেজ দিবিনা বলে বল্ক করে দিলো।

আমি শেষ কাদতে কাদতে একেবারে ভেঙ্গে পড়ছি। তবু নামাজ পড়ে তারে চাইতাম। খাওয়া দাওয়া পড়া সব বাদ একেবারে ড্রিপ‍্রেশনে চলে গেছি।
কিছুদিন পর মেয়ে মানুষের ফেক আইডি খুলে মেসেজ দিলাম। পরে আমার নাম ঠিকানা ভুয়া দিলাম বললাম আমি মারিয়া। পরে তার কাছে জানতে পারলাম সে তার মামাতো ভাইকে ভালোবাসে। সে সৌদি আরব থাকে স‍্যালারি 20 হাজার। আর তাকে কাব‍্য নামের এক ক্ষেত জ্বালাত পরে ব্লক মারছে।

পরে আমি আরো বেশি ভেঙ্গে পড়লাম শেষ আসা ভরসা টাও ভেঙ্গে গেলো।

পরে একদিন কলেজ গিয়ে আগে টিসি নিলাম কাগজপত্র তুলে বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নতুন কলেজ এ ভর্তি হলাম। আর মনটা হয়ে গেলো পাথর+ রাগী। নতুন কলেজে...,......

➡ চলবে

#viralpost2024 #viralpost2024#viralreelsfacebook #virulpost #নীলের @highlight

1 m ·Prevedi

মানুষ সামাজিক জীব। সামাজিক হতে হলে পরোপকারী হতে হবে। একজন অন্যজনের বিপদে এগিয়ে আসা, পাশে দাঁড়ানো, সহমর্মী হওয়া, শুধু নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করাই মনুষ্যত্ব।

পরোপকার মানবজাতির শ্রেষ্ঠত্বের অলংকার। মহান আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই শ্রেষ্ঠ জাতি। মানবজাতির কল্যাণের

image
17 m ·Prevedi

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
18 m ·Prevedi

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
21 m ·Prevedi

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image
21 m ·Prevedi

এটি সম্পর্ককে করে উষ্ণ, প্রাণবন্ত ও আশাবাদী। হলুদ ভালোবাসা মনকে ভরিয়ে দেয় হাসি আর ইতিবাচকতায়, আনে নতুন সূচনা ও বিশ্বাসের বার্তা, যা চিরকাল হৃদয় আলোকিত করে রাখে।" (≈300 character)

image