➡ পর্দাশীল মেয়ের প্রেমে...
পার্ট : 02
লেখক বোকা রাজপুএ
ম্যাম : Silent 😡 ( এই ছেলে ক্লাসে আসো )
কাব্য : জ্বী ম্যাম। ক্লাসে গিয়ে বসলাম সবার পিছনের বেন্চে ( কারন ছোটবেলায় সবসময় শুনতাম আগে গেলে বাঘে ধরে পিছে গেলে স্বন্য পায়😁)
ছেলে : হাই আমি রাহাত। আমরা কি বন্ধু হতে পারি।
কাব্য: হ্যা অবশ্যই। তবে আমার একটা শর্ত আছে তুই করে বলবো ওকে।
রাহাত : ওকে। আর ও হলো নিলয়।
নিলয়: হাই। আমি নিলয় আহমেদ। তোমার নাম কি?
কাব্য: আমি কাব্য চৌধুরী। আচ্ছা শোন আমি একটা উদ্যেগ নিছি রাস্তায় পথচারী শিশুদের স্কুলে ভর্তি করাবো। আমারা কিছু টাকা করে যে যেমনটি পারি টাকা ফান্ড করবো।
রাহাত : গ্রেট আইডিয়া দোস্ত। আজ থেকে তাহলে মিশন শুরু।
কাব্য: হুম। আচ্ছা চল বাহিরে যাই ভোরিং লাগছে।
রাহাত + নিলয়: হুম চল। ( এর পরে আমরা বাহিরে এসে গাছতলায় বসলাম আড্ডা দিতেছি। এমন সময় এক মেয়ে আমাদের কাছে আসলো।
মেয়েটি: হাই আমি মিম। আমি কি তোমাদের ফেন্ড হতে পারি।
নিলয়: না। আমারা কোনো মেয়ের সাথে আমরা বন্ধুত্ত্ব করবো না। মেয়েরা জামাই বানানোর স্বপ্ন দেখিয়ে মামা বানিয়ে দেয়।
রাহাত : হু হু তুই ঠিক বলেছিস। মেয়েরা স্বার্থপর।
মিম : প্লিজ 🥺 তোমাদের বন্ধু বানাউ কথা দিচ্ছি ঠকাবো না।
কাব্য: আচ্ছা ঠিক আছে ফেন্ড যাষ্ট ফেন্ড ওকে। আর তুই বলে বলতে হবে।
মিম : খুশি হয়ে আচ্ছা।
কাব্য : কিছু কথা বলে বাসায় চলে আসলাম। ( এখন আমরা সবাই জানে জিগার বন্ধু ) এভাবেই ৩ মাস চলে গেলো ৭ দিন পরে ষান্মমাসিক পরীক্ষা। কিছু দিন কলেজ যাইনি। আজ কলেজে গেলাম।
কাব্য : কিরে খবর কি?
মিম: খবর টেলিভিশনে দেখ গা। ( রাগ দেখিয়ে )
কাব্য : কিরে রাগ করছিস কেনো। একটু সমস্যা ছিলো তাই আসতে পারিনি। আচ্ছা মিম শোন বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা শিখছি শোনবি।
মিম: হ্যা বল দেখি। ( অনেক এক্সাটেড হয়ে )
কাব্য : তাহলে শোন মিম ডিম আন্ডা... ( ওমনি হঠাৎ শত্রু পক্ষ আক্রমণ।
মিম : ঘোসি মেরে ভাত হজম করে ফেলছে।
রাহাত : মিম তুমি কার সাথে কথা বলতেছ😡
কাব্য : কিরে আমায় চিনতে পারসিস না আমি কাব্য। একটা ঝামেলায় পড়ছিলাম তাই আসিনি।
রাহাত :আমাদের বন্ধু হলে জানাতি।
কাব্য :আচ্ছা বাবা ঠিক আছে আর হবে না। সরি এই খান ধরলাম।
মিম :শুধু তুমি বললা তাই ছেড়ে দিলাম। ( রাহাত কে বললো )
কাব্য : কিরে তরা এতো মধুর সুরে কথা বলতেছিস কাহিনি কি🤨