11 i ·Översätt

.
ছোঁয়া বারবার শুধু হাতে ফু দিচ্ছে ।
এত জ্বলছে বেচারির হাতটা ।
রক্ত জমাট বেধে রয়েছে কেটে যাওয়া স্থানে ।
পরিষ্কার করার জন্য ছোঁয়া স্যাবলন আনতে যাচ্ছিল ঠিক ওই সময় কনক স্যাবলনটা নিয়ে নিজের পকেটে নিয়ে নিল ।
এইবার ছোঁয়ারও প্রচুর রাগ উঠলো ।
রেগে গিয়ে কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: এইটা কি করলেন আপনি ।
স্যাবলনটা এইভাবে পকেটে ভরে নিলেন কেন ?
.
কনক ::: স্যাবলন দিয়ে তোমার কাজটা কি ?
.
ছোঁয়া ::: দরকার আছে আমার ।
.
কনক ::: কি দরকার ?
.
ছোঁয়া ::: আমার হাত কেটে গেছে ।
রক্ত জমাট বেধে রয়েছে ।
পরিষ্কার করব দেন ।
.
কনক ::: তোমার হাতই কাটুক আর অন্য কিছুই হোক আমার স্যাবলন তুমি ব্যবহার করতে পারবে না ।
তুমি অন্য কারোর টা নিয়ে পরিষ্কার কর যাও ।
আমার জিনিসে তুমি হাত দিলে সেই জিনিস আমি জীবনেও ব্যবহার করব না ।
আশা করি কথাটা বুঝতে পেরেছ ।
.
ছোঁয়া কনককে কিছু বলার আগেই ঘর থেকে হন হন করে বের হয়ে চলে গেল ।
ছোঁয়াও কনকের পিছু পিছু ঘর থেকে বের হয়ে গেল ।
দুইজনেই নিচে চলে আসল ।
ছোঁয়া আমেনার কাছে গেল আমেনাকে সাহায্য করতে লাগল ।
সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে রয়েছে ।
.
ছোঁয়া এক এক করে সবাইকে খাবার দিল ।
যখন কনককে দিতে গেল তখন কনক রাগ দেখিয়ে না খেয়েই চলে গেল ।
কনকের এই ব্যবহারে ছোঁয়া আরও কষ্ট পেল ।
কনক না খেয়ে চলে গেছে তাই‌ ছোঁয়াও কিছু খেল না ।
না খেয়েই উপরে চলে গেল ।
উপরে যেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল ।
.
কান্না করতে করতে বেচারি চোখ লাল করে ফেলেছে ।
একটু পরে ছোঁয়ার ফোনটা বেজে উঠল ।
রিমি কল করেছে ।
ছোঁয়া নিজেকে সামলিয়ে নিয়ে কলটা রিসিভ করল ।
তারপর বলতে লাগল ,,,
.
ছোঁয়া ::: হ্যা বল রিমি ।
.
রিমি ::: তুই আজকে কলেজে আসবি না ।
.
ছোঁয়া ::: না রে দোস্ত ।
একদম পরীক্ষার দিনই আসব রে ।
.
রিমি ::: ও ।
তুই কি কান্না করছিস ?
মানে তোর কন্ঠটা আজকে একটু অন্যরকম লাগছে ? মনে হচ্ছে তুই কান্না করছিস ?
.
ছোঁয়া ::: আমি কেন কান্না করতে যাব রে ।
আসলে ঠান্ডা লেগেছে তো এরজন্য কন্ঠটা এইরকম মনে হচ্ছে ।
.
রিমি ::: ও ।
এখন আমি রাখি ।
বাই ।
.
ছোঁয়া ::: হুম ।
বাই ।
.
ছোঁয়ার হাত এখনও জ্বলছে ।
আগের থেকে আরও বেশি জ্বলছে ।
মনে হচ্ছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওর পুরো শরীর ।
একটু পরে আমেনা ছোঁয়াকে ডাকতে লাগল ।
ছোঁয়া নিজেকে সামলিয়ে নিয়ে নিচে চলে আসল ।
.
ছোঁয়া নিচে গিয়ে আমেনাকে রান্নায় সাহায্য করতে লাগল ।
আমেনা বুঝতে পেরেছে ছোঁয়া উপরে যেয়ে কান্না করেছে ।
কিন্তু কিসের জন্য কান্না করেছে সেটা এখনও আমেনা বুঝতে পারে নি ।
ছোঁয়ার মন মেজাজ এখন ভালো না এখন কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না তাই আমেনা ছোঁয়াকে এখনও কিছু জিজ্ঞাসা করেনি ।
.
একটু পরে অনন্যা আসল ।
এসে নিয়েই বলতে লাগল খাবার দিতে ওর নাকি এখন প্রাইভেট আছে ।
ছোঁয়া তাড়াতাড়ি করে অনন্যাকে খাবার দিল ।
অনন্যা খেয়াল করল ছোঁয়ার হাতে কাটা দাগ ।
তাও আবার রক্ত জমাট বেঁধে রয়েছে ।
অনন্যা ছোঁয়াকে জিজ্ঞাসা করছে ,,,
.
অনন্যা ::: ভাবি তোমার হাত কাটল কিভাবে ?
.
ছোঁয়া ::: কালকে রাতে দরজার সাথে হাতটা লেগে একটু কেটে গেছে ।
সমস্যা নেই পরে আমি ওষুধ লাগিয়ে নিব ।
তুমি চিন্তা কর না তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তোমার তো আবার প্রাইভেট আছে ।
.
অনন্যা ::: না ভাবি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে ।
ভাইয়া কি তোমার উপর রাগ দেখিয়েছি ?
.
ছোঁয়া ::: না না তেমন কিছু না ।
উনি কেন আমার উপর রাগ দেখাবেন ।
.
ঠিক ওই সময় আমেনা আসল ।
আমেনা এসে ছোঁয়াকে বলতে লাগল ,,,
.
আমেনা ::: বউমা তুমিও এখন অনন্যার সাথে খেয়ে ফেল ।
দেরি করে খাওয়ার দরকারটা কি ?
এখনই খেয়ে ফেল ।
.
ছোঁয়া ::: না আম্মু ।
আমি এখন খাব না ।
আমার মোটেও এখন খিদে নেই ।
.
ছোঁয়া না খেয়ে আবার উপরে চলে গেল ।
আমেনা অনন্যাকে বলছে ,,,,
.
আমেনা ::: এখন তুই তোর ভাবিকে কোন বিষয় নিয়ে কোন কিছু জিজ্ঞাসা করবি না ?
.
অনন্যা ::: কেন আম্মু ?
.
আমেনা ::: এখন তোর ভাবির মন মেজাজ কিছুতেই ভাল না ।
.
অনন্যা ::: ওকে আম্মু ।
আম্মু আমি এখন যাই ।
আমার প্রাইভেট শুরু হয়ে গেল ।
.
আমেনা ::: হুম যা ।
.
অনন্যা চলে গেল ওর প্রাইভেটে ।
ছোঁয়া উপরে যেয়ে কান্না করছে আর বলছে ,,,
.
ছোঁয়া ::: কেন আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে আমি কারোর সাথেই কিছু করেনি ।
বিয়ের আগে তো কেউ আমার জীবনে ছিলই না আর বিয়ের পর শুধু আপনিই আমার জীবনে আর কেউ না ।
আর ওই শয়তানটা শুধু শুধু আমার পিছনে ঘুরে । আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না ।
আমায় শুধু কষ্টই দিয়ে যাচ্ছেন আপনি ।
.
ছোঁয়া শুধু কান্নাই করে যাচ্ছে ।
আমেনা আসল ঘরে ।
আমেনা আচমকা বলা শুরু করল ,,,,
.
আমেনা ::: তোমার না পরীক্ষা শুরু হচ্ছে তুমি এখনও পড়তে বস নি বউমা ।
.
ছোঁয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল ।
বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলছে ,,,,
.
ছোঁয়া ::: এই তো আম্মু বসছি ।
.
আমেনা ::: গুড ।
তা তোমার খাবারটা কি উপরে পাঠিয়ে দিব বউ মা ।
.
ছোঁয়া ::: না আম্মু আমার খিদে নেই ।
আমি খাব না ।
.
আমেনা ::: তা বউমা তোমার কি কিছু হয়েছে ।
.
ছোঁয়া ::: না আম্মু আমার কিছুই হয় নি ।
আমি এখন পড়ব ।
.

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।