.
ছোঁয়া বারবার শুধু হাতে ফু দিচ্ছে ।
এত জ্বলছে বেচারির হাতটা ।
রক্ত জমাট বেধে রয়েছে কেটে যাওয়া স্থানে ।
পরিষ্কার করার জন্য ছোঁয়া স্যাবলন আনতে যাচ্ছিল ঠিক ওই সময় কনক স্যাবলনটা নিয়ে নিজের পকেটে নিয়ে নিল ।
এইবার ছোঁয়ারও প্রচুর রাগ উঠলো ।
রেগে গিয়ে কনককে বলছে ,,,,
.
ছোঁয়া ::: এইটা কি করলেন আপনি ।
স্যাবলনটা এইভাবে পকেটে ভরে নিলেন কেন ?
.
কনক ::: স্যাবলন দিয়ে তোমার কাজটা কি ?
.
ছোঁয়া ::: দরকার আছে আমার ।
.
কনক ::: কি দরকার ?
.
ছোঁয়া ::: আমার হাত কেটে গেছে ।
রক্ত জমাট বেধে রয়েছে ।
পরিষ্কার করব দেন ।
.
কনক ::: তোমার হাতই কাটুক আর অন্য কিছুই হোক আমার স্যাবলন তুমি ব্যবহার করতে পারবে না ।
তুমি অন্য কারোর টা নিয়ে পরিষ্কার কর যাও ।
আমার জিনিসে তুমি হাত দিলে সেই জিনিস আমি জীবনেও ব্যবহার করব না ।
আশা করি কথাটা বুঝতে পেরেছ ।
.
ছোঁয়া কনককে কিছু বলার আগেই ঘর থেকে হন হন করে বের হয়ে চলে গেল ।
ছোঁয়াও কনকের পিছু পিছু ঘর থেকে বের হয়ে গেল ।
দুইজনেই নিচে চলে আসল ।
ছোঁয়া আমেনার কাছে গেল আমেনাকে সাহায্য করতে লাগল ।
সবাই ব্রেকফাস্ট করার জন্য বসে রয়েছে ।
.
ছোঁয়া এক এক করে সবাইকে খাবার দিল ।
যখন কনককে দিতে গেল তখন কনক রাগ দেখিয়ে না খেয়েই চলে গেল ।
কনকের এই ব্যবহারে ছোঁয়া আরও কষ্ট পেল ।
কনক না খেয়ে চলে গেছে তাই ছোঁয়াও কিছু খেল না ।
না খেয়েই উপরে চলে গেল ।
উপরে যেয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল ।
.
কান্না করতে করতে বেচারি চোখ লাল করে ফেলেছে ।
একটু পরে ছোঁয়ার ফোনটা বেজে উঠল ।
রিমি কল করেছে ।
ছোঁয়া নিজেকে সামলিয়ে নিয়ে কলটা রিসিভ করল ।
তারপর বলতে লাগল ,,,
.
ছোঁয়া ::: হ্যা বল রিমি ।
.
রিমি ::: তুই আজকে কলেজে আসবি না ।
.
ছোঁয়া ::: না রে দোস্ত ।
একদম পরীক্ষার দিনই আসব রে ।
.
রিমি ::: ও ।
তুই কি কান্না করছিস ?
মানে তোর কন্ঠটা আজকে একটু অন্যরকম লাগছে ? মনে হচ্ছে তুই কান্না করছিস ?
.
ছোঁয়া ::: আমি কেন কান্না করতে যাব রে ।
আসলে ঠান্ডা লেগেছে তো এরজন্য কন্ঠটা এইরকম মনে হচ্ছে ।
.
রিমি ::: ও ।
এখন আমি রাখি ।
বাই ।
.
ছোঁয়া ::: হুম ।
বাই ।
.
ছোঁয়ার হাত এখনও জ্বলছে ।
আগের থেকে আরও বেশি জ্বলছে ।
মনে হচ্ছে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ওর পুরো শরীর ।
একটু পরে আমেনা ছোঁয়াকে ডাকতে লাগল ।
ছোঁয়া নিজেকে সামলিয়ে নিয়ে নিচে চলে আসল ।
.
ছোঁয়া নিচে গিয়ে আমেনাকে রান্নায় সাহায্য করতে লাগল ।
আমেনা বুঝতে পেরেছে ছোঁয়া উপরে যেয়ে কান্না করেছে ।
কিন্তু কিসের জন্য কান্না করেছে সেটা এখনও আমেনা বুঝতে পারে নি ।
ছোঁয়ার মন মেজাজ এখন ভালো না এখন কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না তাই আমেনা ছোঁয়াকে এখনও কিছু জিজ্ঞাসা করেনি ।
.
একটু পরে অনন্যা আসল ।
এসে নিয়েই বলতে লাগল খাবার দিতে ওর নাকি এখন প্রাইভেট আছে ।
ছোঁয়া তাড়াতাড়ি করে অনন্যাকে খাবার দিল ।
অনন্যা খেয়াল করল ছোঁয়ার হাতে কাটা দাগ ।
তাও আবার রক্ত জমাট বেঁধে রয়েছে ।
অনন্যা ছোঁয়াকে জিজ্ঞাসা করছে ,,,
.
অনন্যা ::: ভাবি তোমার হাত কাটল কিভাবে ?
.
ছোঁয়া ::: কালকে রাতে দরজার সাথে হাতটা লেগে একটু কেটে গেছে ।
সমস্যা নেই পরে আমি ওষুধ লাগিয়ে নিব ।
তুমি চিন্তা কর না তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তোমার তো আবার প্রাইভেট আছে ।
.
অনন্যা ::: না ভাবি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে ।
ভাইয়া কি তোমার উপর রাগ দেখিয়েছি ?
.
ছোঁয়া ::: না না তেমন কিছু না ।
উনি কেন আমার উপর রাগ দেখাবেন ।
.
ঠিক ওই সময় আমেনা আসল ।
আমেনা এসে ছোঁয়াকে বলতে লাগল ,,,
.
আমেনা ::: বউমা তুমিও এখন অনন্যার সাথে খেয়ে ফেল ।
দেরি করে খাওয়ার দরকারটা কি ?
এখনই খেয়ে ফেল ।
.
ছোঁয়া ::: না আম্মু ।
আমি এখন খাব না ।
আমার মোটেও এখন খিদে নেই ।
.
ছোঁয়া না খেয়ে আবার উপরে চলে গেল ।
আমেনা অনন্যাকে বলছে ,,,,
.
আমেনা ::: এখন তুই তোর ভাবিকে কোন বিষয় নিয়ে কোন কিছু জিজ্ঞাসা করবি না ?
.
অনন্যা ::: কেন আম্মু ?
.
আমেনা ::: এখন তোর ভাবির মন মেজাজ কিছুতেই ভাল না ।
.
অনন্যা ::: ওকে আম্মু ।
আম্মু আমি এখন যাই ।
আমার প্রাইভেট শুরু হয়ে গেল ।
.
আমেনা ::: হুম যা ।
.
অনন্যা চলে গেল ওর প্রাইভেটে ।
ছোঁয়া উপরে যেয়ে কান্না করছে আর বলছে ,,,
.
ছোঁয়া ::: কেন আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে আমি কারোর সাথেই কিছু করেনি ।
বিয়ের আগে তো কেউ আমার জীবনে ছিলই না আর বিয়ের পর শুধু আপনিই আমার জীবনে আর কেউ না ।
আর ওই শয়তানটা শুধু শুধু আমার পিছনে ঘুরে । আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না ।
আমায় শুধু কষ্টই দিয়ে যাচ্ছেন আপনি ।
.
ছোঁয়া শুধু কান্নাই করে যাচ্ছে ।
আমেনা আসল ঘরে ।
আমেনা আচমকা বলা শুরু করল ,,,,
.
আমেনা ::: তোমার না পরীক্ষা শুরু হচ্ছে তুমি এখনও পড়তে বস নি বউমা ।
.
ছোঁয়া তাড়াতাড়ি করে চোখের পানি মুছে নিল ।
বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলছে ,,,,
.
ছোঁয়া ::: এই তো আম্মু বসছি ।
.
আমেনা ::: গুড ।
তা তোমার খাবারটা কি উপরে পাঠিয়ে দিব বউ মা ।
.
ছোঁয়া ::: না আম্মু আমার খিদে নেই ।
আমি খাব না ।
.
আমেনা ::: তা বউমা তোমার কি কিছু হয়েছে ।
.
ছোঁয়া ::: না আম্মু আমার কিছুই হয় নি ।
আমি এখন পড়ব ।
.
Joy10
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?