11 i ·Oversætte

.
.
ছোঁয়া :::::: আমার হাতে ব্যাথা দিয়েছেন যে ,,,,
হাত একদম ফুলে গিয়েছে এইযে দেখুন ,,,
.
কনক :::::: আহারে ,,,,
অনেক ব্যাথা করছে তাই না ,,,,
সরি ,,,,
.
এই কথা বলে কনক ছোঁয়ার হাতটা আবার ধরল ,,,
যেখানে ফুলে গেছে সেখানে ঠোঁটটা এগিয়ে দিল কনক ,,,,
ঠোঁটটা ছোঁয়ার হাতের সাথে লাগিয়ে দিল ,,,,
ছোঁয়া মনে মনে বলছে ,,,,,
.
ছোঁয়া :::::: উনাকে তো কোনদিন এইরকম নরম হতে তো দেখেনি ,,,,
এতটা রোমান্টিক হতে দেখেনি ,,,,
.
ছোঁয়া অনেক লজ্জা পেল ,,,,,
নিজের হাতটাকে সরিয়ে এক দৌড়ে নিচে চলে আসল ,,,,
ছোঁয়া এখনও অনেক লজ্জা পাচ্ছে ,,,,,
কায়সার ছোঁয়াকে দেখে বলছে ,,,,
.
কায়সার :::::: বউ মা বসে পড় ,,,,
.
ছোঁয়া :::::: জ্বি বাবা ,,,,
.
ছোঁয়া যেয়ে বসে পড়ল ,,,,
কায়সার কনককে দেখতে না পেয়ে ছোঁয়াকে বলছে ,,,,
.
কায়সার :::::: আমার রাগি ছেলেটা কোথায় ,,,,
সে কেন এখনও নিচে নামছে না কেন ,,,,
সে কি আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল কেন ,,,,
.
ছোঁয়া :::::: ওই তো উনি আসছেন ,,,,
.
কায়সার :::::: আসেন অ্যাংগরি বার্ডস বসুন খেয়ে নিন কিছু ,,,, একটু খাইয়ে দিবে তা নয় তিনি মুখ ঘুমড়ো করে বসে আছে ,,,,
.
কনক :::::: কি আমি ওকে খাইয়ে দিব ,,,,
ওর কি নিজের হাত নেই যে আমাকে ওকে খাইয়ে দিব ,,,
.
কায়সার ::::::: কিছুই বুঝে না রে তুই একবার বউমাকে খাইয়ে দিবি আর বউমা তোকে খাইয়ে দিবে ,,,,
এই বয়সে এখন আমাকে এইগুলো শিখিয়ে দিতে হচ্ছে ,,,,
আরে বুঝিস না এইভাবেই তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে ,,,,
.
এই কথা শুনার পর দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে ,,,,
কনক চোখটা ফিরিয়ে নিয়ে বলছে ,,,,
.
কনক :::::: যত্তসব ,,,,
.
ছোঁয়া ::::::: আমি এইসবে বিশ্বাস করি না ,,,,
.
কনক ::::::: আমি তো আরও ,,,,
.
কনক উঠে গেল খাবার টেবিল থেকে সোজা চলে আসল নিজের ঘরে ,,,,
কনক মনে মনে বলছে ,,,,
.
কনক :::::: আমি ছোঁয়াকে এর জন্যই দূরে ঠেলে দিচ্ছি না কারন মেয়েটার বাইরে অনেক বিপদ দাঁড়িয়ে রয়েছে ,,,
ওকে একবার ছেড়ে দিলে তো আরমান সিকদারের ছেলে ওর জীবনটা শেষ করে দিবে ,,,,
শুধুমাত্র এর জন্যই আমি ওর কাছাকাছি আসার চেষ্টা করছি ,,,,
কিন্তু ভালোবাসার চিন্তাভাবনা কোনদিনই না ,,,,
.
ছোঁয়াও খাবার টেবিল থেকে উঠে চলে আসল ,,,,
সিঁড়ি দিয়ে উঠছে আর মনে মনে বলছে ,,,,
.
ছোঁয়া :::::: তারমানে কি উনি আমাদের মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন না ,,,
তাহলে যে এই দুইদিন যে উনার চোখে ভালোবাসা দেখেছি সেটা তাহলে কি মিথ্যে ,,,,
উনার মনে আমার জন্য কোন ভালোবাসা নেই ,,,,,
.
ছোঁয়াও ঘরে চলে আসল ,,,,
দুইজনের মাঝে চোখাচোখি হল ,,,,
কনক একটু পরে চোখটা সরিয়ে নিল ,,,,
কনক মনে মনে বলছে ,,,
.
কনক ::::::: আর একটু যদি ছোঁয়ার দিকে তাকিয়ে থাকি তাহলে ওর উপর ভালোবাসা জন্মে যাবে ,,,,
না আমি আর একটুও তাকাব না ,,,,
.
ছোঁয়া কনককে বলছে ,,,,
.
ছোঁয়া :::::: সরেন আমি যাব ,,,,
.
কনক :::::; আমি সরব কেন আরও কত জায়গা আছে ওইখান দিয়ে যাও ,,,,
.
এই কথা বলার সাথে সাথেই হাত ধরে টান দিয়ে ওইপাশে দিয়ে দিল ,,,,
ছোঁয়া মনে মনে বলছে ,,,
.
ছোঁয়া ::::::: কি হল উনি এত রেগে গেলেন কেন ,,,,
কিছুখন আগে তো উনি ঠিক ছিলেন এখন উনার আবার কি হল ,,,,
বুঝিনা বাপু রাক্ষসটার মন ,,,,
.
রাত হয়ে গেছে ,,,,
কনক আর ছোঁয়া ব্যাগ নিয়ে নিচে নামল ,,,,
সকলের কাছ থেকে বিদায় নিয়ে দুইজনে গাড়িতে যেয়ে বসল ,,,,
ছোঁয়া কনককের দিকে তাকাল ,,,,
সেটা কনক কিছুখন পর খেয়াল কর ,,,
আর ছোঁয়াকে বলছে ,,,,
.
কনক :::::: কি হয়েছে টা কি ,,,,
এইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছ কেন ,,,,
.
ছোঁয়া :::::: কোথায় আমি আপনার দিকে তাকিয়ে রয়েছি ,,,,
আর আমি তাকিয়ে থাকলে আপনার সমস্যাটা কি ,,,,,
আপনি আমার স্বামী আমি আপনার দিকে তাকিয়ে থাকতে পারি ,,,,
.
কনক :::::: না পারেন না ,,,,
.
ছোঁয়া :::::: আমি হাজার বার আপনার দিকে তাকিয়ে থাকব ,,,
.
কনক :::::: না তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না ,,,,
.
ওরা দুইজনে এইভাবে করতে করতে এয়ারপোর্টে পৌছে গেল ,,,
গাড়ি থেকে নেমে পড়ল ওরা দুইজনে ,,,,,
তারপর এয়ারপোর্টে ঢোকার সময় ওদের দুইজনকে চেক করা হল ,,,,
এখন ওরা দুইজন প্লেনে আছে ,,,,
.
অনন্যা ও ওর ঘরে বসে পড়ছে ,,,,,
একটু পরে অনন্যার মোবাইল বেজে উঠল ,,,,
জয় কল করেছে ,,,,
অনন্যার মুখে একটু হাসি ফুটল ,,,,
অনন্যা কলটা রিসিভ করল ,,,,
তারপর বলতে লাগল ,,,
.
অনন্যা ::::: হ্যালো ,,,
.
জয় :::::: হ্যালো অনন্যা ,,,,
তোমার ভাইয়া কোথায় ,,,,,
ফোনটা তো অফ দেখাচ্ছে ,,,
.
অনন্যা :::::: এখন ভাইয়া প্লেনে ,,,,,
.
জয় :::::: কোথায় যাচ্ছে আবার ,, ,,,,
.
অনন্যা :::::: হানিমুন ,,,
কেন আপনাকে কিছুই বলেনি ভাইয়া ,,,,
.
জয় ;::::: ও তো আমায় কিছুই বলেনি ,,,
আচ্ছা তোমার কালকে তো স্কুল অফ ,,,
.
অনন্যা :::;;:: হুম ,,,,,
কিন্তু কালকে প্রাইভেট আছে ইংলিশ প্রাইভেট ,,,
.
জয় ::::::: ও আচ্ছা বাই ,,,,
গুড নাইট ,,,
.
অনন্যা :::::: বাই গুড নাইট ,,,
.
ছোঁয়া আর কনক লন্ডনে পৌছে গেল ,,,,
কায়সার সাহেব যে হোটেল বুক করে রেখেছে সেই হোটেলে যেয়ে ওরা উঠল ,,,,
দুইজনে এখন অনেক ক্লান্ত ,,,
তাই দুইজনে ফ্রেস হয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়ল ,,,,
কখন যে কনকের হাত ছোঁয়ার পেটে গেল কনক নিজেও জানে না ,,,,
.
.
.
চলবে ,,,,

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।