" মামি খুব সুন্দর লাগছে তোমায়।
বাচ্চাটা এক গাল হেসে বলে। তোহাও প্রতিওরে একটু হাসে।
"সুন্দর লাগাবো এখন আমি।
ইমন বাচ্চাটাকে পাজা করে কোলে তুলে রুমের বাইরে নিয়ে যায়। তোহা কিছু বলার সুযোগ ও পায় না। মনে মনে শুকনো ঢোক গিলে। কি হওয়ার ছিলো? আর কি হয়ে গেলো?
ইমন বাচ্চাটাকে বাইরে নামিয়ে ধাস করে দরজা বন্ধ করে দেয়। তোহা কেঁপে ওঠে। চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়।
" এটা করা একদম উচিত হয় নি"
মনে মনে ভাবে তানহা।
ইমন ঠোঁট প্রসস্থ করে একটু হেসে এগিয়ে যায় তোহার দিকে।
"এতোটাও আশা করি নি আমি।
পেছন থেকে তোহাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ইমন। জমে যায় তোহা। শক্ত