11 w ·Translate

#ফিস যাবেন না??

না,,,

কেন??

তোমাকে রেখে যাবো না,,,

তাহলে চলুন আমিও আপনার সাথে যাই(দাঁতে দাঁত চেপে)

উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন,,,,"তুমি কি রেগে আছো??"

উনার কথাটা শুনে মেজাজটা আরো খারাপ হয়ে গেলো,,মহাশয় এতোক্ষণে বুঝতে পারছে যে আমি রেগে আছি,,,,"নাহ,,রাগবো কেন??খুশিতে নাচানাচি করছি দেখছেন না???"

আরে বাবা,,হয়েছেটা কি সেটা তো বলবে,,

কি হয়েছে মানে??আপনি অফিস যাচ্ছেন না কেন??আপনার কি মনে হয়??আমিই পৃথিবীতে ফাস্ট কনসিভ করেছি নাকি??আজিব...আপুর ৮ মাস চলছে,,তবু ভাইয়াকে দেখছেন ঘরে বসে থাকতে??(ঝাঁঝালো গলায়)

বউ মনি আর তুমি এক হলা??তোমাদের বয়সের ডিফারেন্স তিন তিনটা বছর।।ও তোমার থেকে যথেষ্ট স্ট্রং,,,তাই ভাইয়ার টেনশনও কম,,,

আপনি বলতে চাইছেন আমি স্ট্রং গার্ল নই??(ভ্রু কুচঁকে রাগী গলায়)

আ,,আ নাহ,,,আমি বলছি যে,,,

হ্যা কি বলছেন তাই শুনতে চাইছি,,,,(দাঁতে দাঁত চেপে)

ত,,তুমি অনেক স্ট্রং বাট আমি একদম স্ট্রং নই,,,তোমাকে এখানে রেখে গেলে আমি টেনশনেই মরে যাবো,,,

ফাউল কথা বাদ দিয়ে চলুন ফটাফট রেডি হয়ে নিন,,,,ডায়নিং এ যাবো তারপর আপনি সোজা অফিসে,,,,ওকে??

নট ওকে,,,আমি অফিস যাবো না ব্যস।। এখন চলো খাওয়া কমপ্লিট করে আসি।।

তাহলে আমিও খাবো না,,,ব্যস

রোদ,,,,ওলওয়েজ তোমার এসব জেদ ভালো লাগে না(রাগী গলায়)

আমি খাবো না মানে খাবো না,,,,

ওকে ফাইন,,,যাবো অফিসে এখন উঠো,,,(দাঁতে দাঁত চেপে)

সত্যি,,,উফফ আপনি কতো ভালো,,

হুমমম,,,আই নো আমি ভালো,,,

কথাটা বলেই উনি আমার গালে ঠোঁট ছুয়ালেন৷।। আর আমি রাগী চোখে তাকালাম,,,

কি হলো??এভাবে তাকাচ্ছো কেন??(ভ্রু কুচঁকে)

আপনার রিয়েকশন কপি করছিলাম,,,(একগাল হেসে)

আমার রিয়েকশন??

হুমম,,,আগে আমি আপনাকে কিস করলে এমন রিয়েকশনই তো দিতেন,,,,

ওহ তাই??তাহলে এখন একটা দিয়ে দেখো,,,দারুন রিয়েকশন দিবো বেবি,,,(চোখ টিপে)

ধেৎ চলুন তো,,,ক্ষুধা লাগছে,,,(ঠোঁট উল্টে)

ওকে,,,,চলুন মহারানী।।(মুচকি হেসে)

খাবার টেবিলে বসে আছি,,,সবাই খাচ্ছে বাট আমি খেতে পারছি না।।তার কারণ হলো আমার ব্যাপক হাসি পাচ্ছে,,,কিন্তু এমন নিসিদ্ধ জায়গায় হাসা যাবে না তাই হাসি চাপার চেষ্টায় আছি।।আমার হাসির মূল উৎস হলো অভ্র ভাইয়া।।আপুর ডেলিভারি ডেট যতো এগিয়ে আসছে ততোই উনার চুখেমুখে একটা অসহায় অসহায় ভাব ফুটে উঠছে,,,এই মুহূর্তে উনি ঠিক নীরিহ বিড়াল ছানার মতো আপুর দিক তাকিয়ে আছেন,,,উনারই যদি এই অবস্থা হয়,,,তাহলে আমার শুভ্রর যে কি হবে???আল্লাহই জানে,,,আপু খাওয়ার মাঝপথে একটু নড়েচড়ে বসতেই ভাইয়া যেনো চমকে উঠলেন,,,,কন্ঠস্বর খাদে নামিয়ে বলতে শুরু করলেন,,,ঠিক আছো??পেট ব্যাথা করছে??খেতে সমস্যা হচ্ছে??বমি পাচ্ছে,,,,এমন হাজারো প্রশ্নের স্তুপ।। আর আপু বিরক্তি নিয়ে উনার দিকে তাকিয়ে আছেন।।আপুর চাহনি দেখেই বুঝা যাচ্ছে উনি এই কাজটা ইতোপূর্বে বেশ কয়েকবার করে ফেলেছেন।।ব্যাপারটা আমি বেশ ইনজয় করছি,,,,শান্তি শান্তিও লাগছে,,, বাহ,,,আমার মতো আপুও দেখি "অতি ভালোবাসা" নামক প্যারায় আক্রান্ত যদিও শুভ্ররটা একটু বাড়াবাড়ি।।আমার আরো হাসি পেলো যখন মামু বললো,,,"অভ্র,শুভ্র,,লেটস গো বয়েজ।।" কথাটা শুনার সাথে সাথেই দুজনের মুখেই রাজ্যের অসহায়ত্ব ফুটে উঠলো।।অভ্র ভাইয়া আপুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে,,আর আপু নির্বিকার ভঙ্গিতে খেয়ে চলেছে।।শুভ্রর দিকে তাকিয়ে দেখলাম সে ও আমার দিকে তাকিয়ে রয়েছে,,কিন্তু আমি সেদিকে পাত্তা না দিয়ে আপু আর ভাইয়ার কান্ড দেখতে ব্যস্ত হয়ে পড়লাম।।।ওদের দুজনের উঠার নাম গন্ধ না দেখে মামুও অসহায় চোখে মামানির দিকে তাকালেন,,,যার অর্থ এই,,,"তোমার ছেলেরা বউ পাগলা হয়ে গেছে এদের কিছু করো,,,এই বুড়ো বয়সে একা অফিস করতে পারবো না আমি।।" কিন্তু মামুর এই অসহায় দৃষ্টি মামানির কাছে কোনো পাত্তা পেল বলে মনে হচ্ছে না।।।উনি খুব মনোযোগ দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে চলেছেন।।।এদের অবস্থা দেখে আমার ইচ্ছে হচ্ছিলো,,, গড়াগড়ি দিয়ে হাসি বাট উপায় নেই দেখে চেপে গেলাম।।।অবশেষে তিনজনই অফিসের জন্য পা বাড়ালান,,,আলহামদুলিল্লাহ।।।


বিছানায় হেলান দিয়ে বসে বেবির কথা ভাবছি।।মাত্র ১০ মাসে আমার লাইফটা কতোটা বদলে গিয়েছে ভাবতেই অবাক লাগে,,,১০ টা মাস আগেও,,,রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে পুরো বাসায় মাথায় করে ফেলতাম,,,সবাইকে ঘুম থেকে জাগিয়ে,,বাবা-মার মাঝখানে গিয়ে বসে থাকতাম,,আর এখন??আমার নিজেরই এমন একটা পুচকু হবে,,, ইসস ভাবা যায়??কার মতো হবে ও??আমার মতো??বাপরে তাহলে নিশ্চয় হার জ্বালিয়ে খাবে,,,তারচেয়ে বরং উনার মতো হওয়ায় ভালো,,,

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।