পৃথিবীর প্রায় সব দেশেই গোরু পোষার রীতি প্রচলিত। এই প্রাণী খুবই শান্তশিষ্ট এবং নিরীহ। এদের চারটি পা, দুটি করে কান ও শিং এবং শরীরের পেছনে একটি লম্বা লেজ থাকে। এর গলার চামড়া ঝুলে থাকে— যা গলকম্বল নামে পরিচিত। এদের সারা শরীর ঘন লোমে আবৃত। লেজের অগ্রভাগে থাকা একগোছা লোম মশা, মাছি তাড়াতে সাহায্য করে। গোরুর কেবল নীচের মাড়িতে দাঁত থাকে। সাধারণত এরা চার-পাঁচ হাত লম্বা হয়। সাদা, কালো, খয়েরি প্রভৃতি নানা রঙের গোরু দেখা যায়।
Ali Ahmod
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟