এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। পাঁচ রকমের পদের মধ্যে সর্বনাম পদ তো বিশেষ্য পদেরই অন্য রূপ (কারণ, একই বিশেষ্য পদকে বারে বারে না বসিয়ে তার বদলে সর্বনাম পদ বসানো হয়)।আমরা বলতে পারি বিশেষ্য পদকে বিশেষণে এবং বিশেষণ পদকে বিশেষ্যে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। সূর্য পদ পরিবর্তন করলে কি হবে তা নিচে বলা হল।
সূর্য পদ পরিবর্তন করলে হবে “সৌর“। সূর্য একটি বিশেষ্য পদ এবং সূর্য এর বিশেষণ পদ হল সৌর।
Ali Ahmod
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?