এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। পাঁচ রকমের পদের মধ্যে সর্বনাম পদ তো বিশেষ্য পদেরই অন্য রূপ (কারণ, একই বিশেষ্য পদকে বারে বারে না বসিয়ে তার বদলে সর্বনাম পদ বসানো হয়)।আমরা বলতে পারি বিশেষ্য পদকে বিশেষণে এবং বিশেষণ পদকে বিশেষ্যে রূপান্তরিত করাকে বলা হয় পদ পরিবর্তন বা পদান্তর সাধন। পাহাড় পদ পরিবর্তন করলে কি হবে তা নিচে বলা হল।
পাহাড় পদ পরিবর্তন করলে হবে “পাহাড়ি”। পাহাড় একটি বিশেষ্য পদ এবং পাহাড় এর বিশেষণ পদ হল পাহাড়ি।
Ali Ahmod
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?