আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, রাসূল (সা) বলেছেন:
যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান আছে, সে জাহান্নামে যাবে না। আর যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না।
[মুসলিম, মিশকাত হা/ ৫১০৮]
গগগগহ৷ গচ৷ তচ বত বতআ গতআ৷ গআ বগ৷ গ গ৷ তআ আত৷ তব তব তআ গআববগববগব বব বহ৷ গচ৷ তআ গত৷ গআ৷ গত বগআ গআ বগব বব গআ বতববতববআতআ বতব বগ বগতগহগচ