11 که در ·ترجمه کردن

জুমাবার মুসলমানদের কাছে মর্যাদাপূর্ণ দিন। এর অন্যতম কারণ হলো- এদিন দোয়া কবুল হয়। আবু হুরায়রা (রা.) বলেন- রাসুলুল্লাহ (স.) একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এই দিন একটা সময় আছে তখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তা দেবেন। (আবু হুরায়রা রা. বলেন,) এরপর রাসুল (স.) হাত দিয়ে ইশারা করেছেন, ওই মুহূর্তটা অতি অল্প সময়। (সহিহ বুখারি: ৯৩৫; সহিহ মুসলিম: ৮৫২)

জুমার দিন কোন সময় দোয়া কবুল হয়
সেই সামান্য মুহূর্তটি দিনের কোন সময়ে? তা নিয়ে মোটামুটি দুটি অভিমতই পাওয়া যায়। অধিকাংশের মতে সময়টি হলো- আছরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে। জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন- يَوْمُ الْجُمُعَةِ اثْنَتَا عَشْرَةَ سَاعَةً، وَلَا يُوجَدُ عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللهَ شَيْئًا إِلّا آتَاهُ اللهُ، فَالْتَمِسُوهَا آخِرَ السّاعَةِ بَعْدَ الْعَصْرِ ‘জুমার দিন বারো ভাগ। (এর মধ্যে একটি সময় আছে, যাতে) কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা নিশ্চয় তা দান করবেন। সে সময়টি তোমরা অনুসন্ধান করো আছরের পর দিনের শেষ অংশটিতে।’ (মুস্তাদরাক হাকিম: ১০৩২; সুনানে আবু দাউদ: ১০৪৮; সুনানে নাসায়ি: ১৩৮৯১)

দোয়া কবুলের সময়টি নিয়ে আরেকটি অভিমত হলো—খতিব খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠার পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত। আবু বুরদা (রহ) বলেন, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) আমাকে জিজ্ঞেস করলেন, জুমার দিনের দোয়া কবুলের সময় সম্পর্কে আপনার পিতা আবু মুসা আশআরি রা.-এর কাছ থেকে কোনো হাদিস শুনেছেন? আমি বললাম, হ্যাঁ, শুনেছি। তাঁকে বলতে শুনেছি, রাসুলুল্লাহ (স.) বলেছেন- هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصّلَاةُ ‘সে সময়টি হলো- খতিব (খুতবার জন্য মিম্বরে) বসার পর থেকে জুমার নামাজ শেষ করা পর্যন্ত। (সহিহ মুসলিম: ৮৫৩; সুনানে আবু দাউদ: ১০৪৯; সহিহ ইবনে খুজায়মা: ১৭৩৯)

জুমার দিন দুই সময়ে দোয়া করা উচিত
অতএব, জুমার দিন এই দুই সময়ে দোয়া ও জিকিরের চেষ্টা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ জুমাবারের বিশেষ সময়ের ফজিলত লাভ হবে এবং দোয়া কবুল হবে। ইমাম আবু ওমর ইবনে আবদুল বার (রহ) বলেন- والذي ينبغي لكل مسلم الاجتهادُ في الدعاء للدين والدنيا في الوقتين المذكورين رجاءَ الإجابة، فإنه لا يخيب إن شاء الله ‘প্রত্যেক মুসলিমের উচিত, কবুলের আশা নিয়ে তার দ্বীন-দুনিয়ার যাবতীয় বিষয়ের জন্য এই দুই সময়ে গুরুত্বের সাথে দোয়া করা। তাহলে ইনশাআল্লাহ, তার দোয়া বৃথা যাবে না। (আততামহিদ: ১৯/২৪)

উল্লেখ্য, দোয়া কবুলের সময়টি নিয়ে আরও কিছু মত রয়েছে, তবে উল্লেখিত দুই অভিমতই গ্রহণ করেছেন সলফে সালেহিনদের বড় অংশ। আবার এখান থেকে আছরের পরের সময়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন অধিকাংশ আলেম। আর দোয়া কবুলের হাদিসে নামাজরত অবস্থায় দোয়া করা দ্বারা উদ্দেশ্য হলো- দিনের শেষ সময়ে মাগরিবের নামাজের অপেক্ষায় থাকা এবং দোয়া করা। যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে সে হাদিসমতে নামাজেই থাকে।

5 ساعت ·ترجمه کردن
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
6 ساعت ·ترجمه کردن

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।