আলহামদুলিল্লাহ, জীবন নিয়ে অনেক সন্তুষ্ট আমি।
এই ভিডিও টা আমাকে আমার অতিত মনে করিয়ে দেয়, ছোট বেলায় ঠিক এইভাবে মায়ের কাছে আবদার করতাম, মা আমরা কি কোরবানি দিব না, মা চুপ করে থাকতো, পরে হয়তো এইভাবে বাবার কাছে আবদার করতো, বাবা ও মা আমাদের আবদার রাখতে না জানি কতো কস্ট করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ এখন আমাদের এই সচ্ছলতা টুকু দান করেছে। লাখ কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে। আল্লাহ সকল বাবা মায়ের মনের আশা পূরন করুক। আমীন