টিয়া পাখি একধরনের রঙিন ও বুদ্ধিমান পাখি, যাদের মূলত সবুজ রঙ দেখা যায়। এরা মানুষের কথা অনুকরণ করতে পারে এবং সহজেই পোষ মানে। টিয়া সাধারণত ফল, বীজ ও বাদাম খায়। এদের জীবনকাল প্রজাতিভেদে ভিন্ন হয়, কিছু টিয়া ৫০ বছর পর্যন্ত বাঁচে। সুন্দর রঙ ও কথার নকল করার ক্ষমতার জন্য এদের পোষা পাখি হিসেবে খুব জনপ্রিয়।