#প্রমত্ত_অঙ্গনা(সিজন ২)
#
এদিকে আঁখি বসে আছে তার ভাইয়ের ধারে।
"আঁখি লক্ষি বোন আমার হেল্প কর।"
"ভাইয়া তোর মাথা ঠিক আছে। তুই যথারিতী প্লে
বয়, ডাক্তারি প্রফেশনকে বদনাম করে দিয়েছিস তোর এই কেরেক্টার দিয়ে। কিন্তু সারাহ মেয়ে তোর ওই বস্তাপঁচা গার্লফ্রেন্ড গুলোর মতো না, বাচ্চা মেয়েটাকে শান্তিতে বাঁচতে দে।"
"আঁখি, তুই আমার বোন হয়ে আমায় এমন ভাবিস? তুই এমন ভাবলে বাকি মেয়েগুলো তো আমায় বাজে ভাববেই। ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সিচুয়েশনশিপ, ফ্রেন্ডস উইথ বেনিফিট, কমপ্লিকেটেড, ওয়ানসাইডেড, টকিং স্টেজ—সবকিছু তো এক না। আর আমি কিন্তু ওর সাথে সত্যিকারের রিলেশনশিপ করতে চাই, যা তুই ছাড়া সম্ভব নয়।"
দাঁত কেলিয়ে শেষের লাইনটা বলল রুদ্রিক।
"দেখ ভাইয়া সময় আছে শুধরে যা, নইলে আমি সবকিছু বাবাকে বলে দিব, ওর কাছ থেকে দূরে থাকবি বলে দিলাম।"
"কি বলতেছিস ভুতনি?