11 i ·Oversætte

#বাকরুদ্ধ হয়ে গেল সেই যুবক। কী উত্তর দেবে বুঝে উঠতে না পেরে খানিকটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বলে ফেলল,

-- "শি ইজ মাই কাজিন।"

ডাক্তার নারীটির মুখে একরাশ অপ্রসন্নতা খেলে গেলো তাতে। চোখে সামান্য অনীহা নিয়ে বলল শক্ত কণ্ঠে,

-- "ওনার পরিবারের আর কেউ আসেনি? উনার হাসবেন্ড কোথায়? কাউকে এখনো খবর দেওয়া হয়নি বুঝি? দয়া করে দ্রুত ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। ওনার হাসবেন্ডকে খবর দিন। ওনাকেই পরবর্তী নির্দেশনা দিতে হবে।"

--"আসলে এক্সিডেন্ট তাই বাসায় ইনফর্ম করা হয়নি। পেসেন্ট এর অবস্থা কেমন? ইজ শী ওকে?"

-- "পেশেন্ট আপাতত সংকটমুক্ত। তবে দুঃখজনকভাবে আমরা ওনার সন্তানকে বাঁচাতে পারিনি। মিসক্যারেজ হয়েছে।"

দাড়ানো মুহূর্তে বিনা মেঘে বাজ ভেঙে পড়ল যুবকের মাথায় । চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল বিস্ময়ে। হতোবিহুল দৃষ্টি যুগল দিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলো সামনে। এক পর্যায়ে ফিসফিস করে উঠল নিজে নিজেই,

--"বাচ্চা?"

-- "হ্যাঁ। তিন মাসের গর্ভ ছিল ওনার। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীর এখন খুব দুর্বল। তাই ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।"

এরপর সেখান থেকে যেতে যেতে পুনরায় আবারো বলে গেলেন,

-- "ওনার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। আমি এরপর ওনার হাসবেন্ডকে বিস্তারিত জানিয়ে দেব।"

বলেই সেখান থেকে সরে গেলেন ডাক্তার। রেখে গেলেন এক আকাশ পরিমান অনিশ্চিয়তায় ঘেরা এক মানব কে। হঠাৎই হাঁটু ভেঙে ঠাস করে বসে পড়ল পিছনে থাকা চেয়ারটিতে। মাথাটা নিচু। হাত দুটো কাঁপছে অবিরাম। ভাবনার ভারে নিজেকে সামলে রাখতে পারছে না। ঠিক তখনই হাসপাতালের বাইরে থেকে ছুটে এলো তার ড্রাইভার রহিম সাহেব। মালিক কে এভাবে কাঁপতে দেখে দূর থেকেই চিন্তিত গলায় হাঁক ছাড়লেন,

--"আদ্রাজ বাবা, ঠিক আছেন আপনি?"

আদ্রাজ কিছু বলল না। মাথা তুলেও তাকাল না। রহিমের কথাগুলো তার কানে পৌঁছালেও এই মুহূর্তে মস্তিষ্কে পৌঁছালো না সেসব।

মেহরিশ প্রেগনেন্ট ছিল? এই বাচ্চার বাবা কে?তাহলে কি সে যা ভাবছে তাই? কিন্তু তাহলে হঠাৎ করে মেয়েটি বিদেশ থেকে ফিরে এলো কেন? কী হয়েছিল তাদের মাঝে?
আর পূর্ব-ই বা কোথায়?

প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আদ্রাজ এর মনে।

**

লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সময়, রাত ৩টা।

মধ্যে রাতের ক্যালিফোর্নিয়ার শহরের বাতাসে নিস্তব্ধতায় ঘেরা চারোপাশে মাঝে মাঝে দূরে কোথাও দু একটি গাড়ির হর্ন বা বাতাসে দুলে ওঠা গাছের পাতার মৃদু শব্দ ছাড়া আর কোনো কিছুই কর্ণগোচড় হচ্ছেনা।এই গভীর রাতে শহরের এক কোণে নিজের অ্যাপার্টমেন্টে বিছানায় সবেই এসে গাঁ এলিয়ে দিয়েছিল সাব্বির।

বিগত দুই মাস যাবৎ এটা তার নিত্য দিনের ভূমিকায় ঠাই নিয়েছে। প্রতিদিনের ক্লান্তিকর যন্ত্রণায় মস্তিষ্ক আর দেহ সমানভাবে ক্লান্ত। আজও তার ব্যতিক্রম নয়। সবেই হাসপাতাল থেকে ফিরেই শরীরটা ছুঁড়ে দিয়েছিল বিছানায়। চোখ দুটো একটু আগেই মাত্র লেগেছিল ঠিক তখনই বালিশের নিচে রাখা মোবাইল ফোনটা কেঁপে উঠল ভাইব্রেট এর শব্দে।

সাব্বির বিভ্রান্ত হাতে ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে ভেসে এল তীব্র উৎকণ্ঠিত কণ্ঠ,

--জি, সাব্বির সাহেব বলছেন? আমি সিটি হসপিটাল থেকে বলছি। রুম নং ৩৪ বেড নং ১১ আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে। কিন্তু জ্ঞান ফেরার পর থেকেই ওনি অস্বাভাবিক আচরণ করছে। পুরো হাসপাতাল মাথায় তুলে ফেলছে। হাত থেকে কেনেলা টেনে খুলে ফেলে বেরিয়ে যেতে চাইছে। আমরা আর সামাল দিতে পারছি না। প্লিজ,যলদি চলে আসুন!”

ঘুম মুহূর্তেই চোখ থেকে উবে গেল সাব্বিরের। বুকের ভেতর বজ্রপাত এর সৃষ্টি হল । গত দুই মাস যাবৎ এই দিনটার জন্যই চাতক পাখির ন্যায় ছটফট করেছে তারা। অবশেষে সেই কাঙ্খিত মুহূর্তর অবশান ঘটলেও সেই সঙ্গে এমন এক আচরণের কথা শুনে গলা শুকিয়ে এলো সাব্বিরের।

তা সত্ত্বেও সময় নষ্ট না করে সাব্বির বিছানা থেকে ঝাঁপিয়ে উঠে ফোনটা পকেটে চালান করে একটা টি-শার্ট গায়ে চাপিয়ে ছুটে বেরিয়ে পড়ল বাইরে। বাইকের স্টার্টে রাতের নীরবতা ছিন্ন করে সোজা রওনা দিল হাসপাতালের দিকে। রাস্তায় যেতে যেতে তন্ময়কে ফোন করে সব জানিয়ে দিল সাব্বির।

প্রায় মিনিট ৩০ এর মধ্যেই সাব্বির পৌঁছে গেল সেখানে। তার ঠিক পেছনেই তন্ময়। হাসপাতালের ভেতরে ঢুকতেই ওরা দুজন থমকে দাঁড়ালো। চারপাশে নার্স, ওয়ার্ড বয়, রিসেপশনিস্ট সবাই আতঙ্কে ছুটোছুটি করছে। পুরো জায়গাটা অস্বাভাবিক রকম অস্থির।

সাব্বির আর তন্ময় দ্রুত ছুটে গেল সেই কেবিনের দিকে। কেবিনে ঢুকেই যা দেখল তাতে তাদের পায়ের নিচের মাটি সরে গেল ওদের। চারজন পুরুষ ডাক্তার পূর্বকে বিছানার সঙ্গে চেপে ধরে রেখেছে। দুজন হাত দুপাশ থেকে শক্ত করে ধরে রেখেছে। আর দুজন ওর পা। একজন নার্স ইনজেকশনে ঘুমের ওষুধ ভর্তি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেই এখন ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

ঠিক তখনই তন্ময় চিৎকার করে উঠল,

--"স্টপ! থামো! ওকে ছেড়ে দাও!"

সাব্বির দ্রুত এগিয়

2 timer ·Oversætte

তেমন কিছুই না😞মাঝখান থেকে কিছু নোংরা অভিজ্ঞতার স্বীকার ও কিছু নিচু মন মানসিকতার মানুষের সাথে দেখা হল,😔😔😔😔একাকিত্বে পাইনি তাহারে, সুদিনে যে বন্ধু ছিলো আমার😔😔😔
নয়নে নয়ন রেখে হৃদয়ে উঠেছে একাকিত্বের ঢেউ😞😞

,দূর থেকেও থাকে একাকি ভীষণ প্রিয় কেউ।😞

2 timer ·Oversætte

মুখে বলোনি,
অথচ দিব্যি ব্যবহারে বুঝিয়েছো, আমি তোমার কেউ নই! অবহেলা-অনাদরে ফেলে রেখে দিনের পর দিন নিঃসঙ্গতার আঁধারে ডুবিয়ে দিয়ে তুমি দূরে থেকেছো!

মুখে বলোনি,
আমাকে তোমার আর ভালো লাগে না। আমি অবুঝ নই। তুমি আগ্রহ হারিয়ে বসে আছো, আমি দিব্যি টের পেয়ে যাই। তুমি তো ভালোবেসে কাছে আসোনি। ভালোবেসে কাছে আসলে, দূরে থাকা যায়? যায় না।

স্বীকার করোনি,
শুধু তোমার মৌনতা আমাকে বুঝিয়েছে, তুমি আসলে ক্লান্ত। আমার এই অতিরিক্ত আবেগ, অতিরিক্ত তোমাকে কাছে পাওয়ার লোভ- তোমাকে পীড়া দিচ্ছে ভীষণ! জিজ্ঞেস করেছি, তুমি আসলে কী চাও? কোনো উত্তর দাওনি। আমি বুঝে গেছি, তুমি আর আমায় চাইছো না।

ভালোবাসোনি,
অথচ দিনের পর দিন ভনিতার খেলায় মেতে উঠেছো আমায় পরাজিত করতে। আমাকে কি সত্যি হারাতে পেরেছো? নাকি মনের অজান্তেই আমায় হারিয়ে ফেললেিপ চিরতরে?

স্বীকার করোনি,
তোমার এইসব ব্যস্ততার অজুহাত, আমাকে ম্যাচুরিটি শেখানো, আবেগ কমাতে বলা, যোগাযোগহীনতায় রেখে মাঝে মাঝে নিয়মরক্ষা করতে খুদে বার্তায় জানান দেয়াটা আসলে ভালোবাসা নয়। অবসর সময়ে বিনোদন নেয়া মাত্র।

সংগৃহীত

7 timer ·Oversætte

"কালো পরী" (Kalo Pori) বলতে সাধারণত লোককথা, গল্প বা কবিতায় একধরনের রূপকথার চরিত্র বোঝায়।

অর্থ ও ব্যবহার:

পরী মানে আধ্যাত্মিক/অলৌকিক সত্তা, যাদের সৌন্দর্য, রহস্য আর জাদুকরী ক্ষমতার কথা বলা হয়।

কালো পরী বলতে বোঝায় হয়তো রহস্যময়, অন্ধকার, ভয়ংকর অথবা দুঃখের প্রতীকী কোনো পরী।

অনেক সময় গল্পে "কালো পরী" ব্যবহার করা হয় অশুভ শক্তি বা রহস্যময় অন্ধকার জগতের প্রতিনিধি হিসেবে।

আবার কবিতা বা প্রেমের গল্পে "কালো পরী" হতে পারে কারো গভীর কালো চোখের রূপক।

উদাহরণ:

কোনো গল্পে নায়কের শত্রু হতে পারে "কালো পরী", যে অন্ধকার শক্তির নিয়ন্ত্রক।

কবিতায় প্রেমিকার সৌন্দর্য বোঝাতে বলা যায়, “তোমার কালো চোখ যেন কালো পরী”।

👉 চাইলে আমি আপনাকে একটা ছোট গল্প লিখে দিতে পারি যেখানে “কালো পরী” চরিত্রটি আসবে।

আপনি কি চান আমি একটা গল্প লিখি কালো পরী নিয়ে, নাকি শুধু বর্ণনা দেব?

7 timer ·Oversætte

"কালো পরী" (Kalo Pori) বলতে সাধারণত লোককথা, গল্প বা কবিতায় একধরনের রূপকথার চরিত্র বোঝায়।

অর্থ ও ব্যবহার:

পরী মানে আধ্যাত্মিক/অলৌকিক সত্তা, যাদের সৌন্দর্য, রহস্য আর জাদুকরী ক্ষমতার কথা বলা হয়।

কালো পরী বলতে বোঝায় হয়তো রহস্যময়, অন্ধকার, ভয়ংকর অথবা দুঃখের প্রতীকী কোনো পরী।

অনেক সময় গল্পে "কালো পরী" ব্যবহার করা হয় অশুভ শক্তি বা রহস্যময় অন্ধকার জগতের প্রতিনিধি হিসেবে।

আবার কবিতা বা প্রেমের গল্পে "কালো পরী" হতে পারে কারো গভীর কালো চোখের রূপক।

উদাহরণ:

কোনো গল্পে নায়কের শত্রু হতে পারে "কালো পরী", যে অন্ধকার শক্তির নিয়ন্ত্রক।

কবিতায় প্রেমিকার সৌন্দর্য বোঝাতে বলা যায়, “তোমার কালো চোখ যেন কালো পরী”।

👉 চাইলে আমি আপনাকে একটা ছোট গল্প লিখে দিতে পারি যেখানে “কালো পরী” চরিত্রটি আসবে।

আপনি কি চান আমি একটা গল্প লিখি কালো পরী নিয়ে, নাকি শুধু বর্ণনা দেব?

7 timer ·Oversætte

"কালো পরী" (Kalo Pori) বলতে সাধারণত লোককথা, গল্প বা কবিতায় একধরনের রূপকথার চরিত্র বোঝায়।

অর্থ ও ব্যবহার:

পরী মানে আধ্যাত্মিক/অলৌকিক সত্তা, যাদের সৌন্দর্য, রহস্য আর জাদুকরী ক্ষমতার কথা বলা হয়।

কালো পরী বলতে বোঝায় হয়তো রহস্যময়, অন্ধকার, ভয়ংকর অথবা দুঃখের প্রতীকী কোনো পরী।

অনেক সময় গল্পে "কালো পরী" ব্যবহার করা হয় অশুভ শক্তি বা রহস্যময় অন্ধকার জগতের প্রতিনিধি হিসেবে।

আবার কবিতা বা প্রেমের গল্পে "কালো পরী" হতে পারে কারো গভীর কালো চোখের রূপক।

উদাহরণ:

কোনো গল্পে নায়কের শত্রু হতে পারে "কালো পরী", যে অন্ধকার শক্তির নিয়ন্ত্রক।

কবিতায় প্রেমিকার সৌন্দর্য বোঝাতে বলা যায়, “তোমার কালো চোখ যেন কালো পরী”।

👉 চাইলে আমি আপনাকে একটা ছোট গল্প লিখে দিতে পারি যেখানে “কালো পরী” চরিত্রটি আসবে।

আপনি কি চান আমি একটা গল্প লিখি কালো পরী নিয়ে, নাকি শুধু বর্ণনা দেব?