গল্প কাছে এ বিবির কল্যাণ এবং যেটির ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ চাইছি। আর আমি আপনার কাছে এর অকল্যাণ এবং যেটির ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে পানাহা্ চাইছি।”]
জারার মুচকি হেসে উঠে এতে।এই স্পর্শ! এই দৃষ্টি! এই শব্দ!সব কিছু মিলে এক অনির্বচনীয় আবেশে জারার সব অনুভূতি এলোমেলো হয়ে উঠে।
হঠাৎ, মাহিদ ভাই ওর কোমর পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেন।উনার ঠান্ডা হাতের স্পর্শে জারা ভেঙে পড়ে।একটি কাঁপুনিতে আঁখিজোড়া আবারো বন্ধ হয়ে যায়, বুক থেকে বেরিয়ে আসে এক দীর্ঘ শ্বাস। কী ভয়ংকর, কী গাঢ় অনুভূতি!
আর তখনই মাহিদ ভাই জারার ঠোঁটের কাছে নিজের মুখ এনে ফুস করে একটুকরো ফু দেন,নেশাভরা কণ্ঠে বলেন।
—আমার এইটুকু স্পর্শেই যদি গলে যাও, প্রিয়তমা। তাহলে তোমায় কি খুঁজে পাব আমি আগামীকাল সকালে?
জারা এটা শুনে খিলখিল করে হেসে ওঠে।এ হাসিতেই ওর জীবনের সব ভয়, দ্বিধা, সংকোচ ছুড়ে ফেলে দিয়ে আসে।
মাহিদ ভাই কিছুক্ষণ ওর সেই হাসির দিকে নেশাক্ত চোখে চেয়ে থাকেন।তারপর ধীরে ধীরে নিজেকে ছেঁড়ে নেন জারার শরীর থেকে।
জারা অবাক হয়ে দেখে মাহিদ ভাই চলে যাচ্ছেন কাবাডের দিকে।
এটা দেখে জারা মনে মনে ভাবে
"এবার কী করবেন?
মাহিদ ভাই কাবাড থেকে একটি গাঢ় কালো মখমলের থলি বের করেন।নিজের হাতে করে এনে তা জারার হাতে তুলে দেন সযত্নে।চোখে একটুকরো দুষ্টু হাসি, ঠোঁটে একপ্রকার স্নেহ টেনে বলেন,
—"নিন, মহারাণী। এটি আপনার জন্য।
জারা বিস্ময়ে থলি হাতে নেয়।ধীরে ধীরে থলিট খুলে দেখে… ভেতরে একটি চেক।দুই লক্ষ টাকার।
চোখে বিস্ময়, মুখে প্রশ্ন এসে ভর করে জারার।চোখ তুলে সরাসরি মাহিদ ভাইর ন্যায় তাকিয়ে বলে
—এটা… কিসের?"
মাহিদ ভাই হেসে বলেন,
—এটি আপনার দেনমোহর, প্রিয়তমা।"
এটা শুনেই জারা তাড়াতাড়ি চেকটা মাহিদ ভাইয়ের হাতে ঠেলে দিয়ে গলা কাঁপিয়ে বলে ওঠে,
—"আমার টাকাপয়সা কিচ্ছু লাগবে না।আপনি আমার হয়ে গেছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।আর কোনো চাওয়াই নেই আমার, মাহিদ ভাই।
মাহিদ ভাই নরম হেসে তাকিয়ে থাকেন ওর চোখে আর বলেন।
—কিন্তু এটা যে তোমার প্রাপ্য, প্রিয়তমা।তুমি এটা ফেলে দাও, ছিঁড়ে ফেলো, আগুনে পুড়িয়ে দাও যা খুশি করো!
কিন্তু আমি আর ফিরিয়ে নেব না কারণ আমি মন থেকে দিয়েছি, ভালোবেসে দিয়েছি।"
জারা থমকে দাঁড়িয়ে থাকে এটা শুনে ।চোখে বিস্ময় ।কোন পুরুষ এমন হতে পারে? এমন নিঃস্বার্থ, এমন উদার?
ঠিক তখনই ওর দিকে ফের মাহিদ ভাই এগিয়ে আসেন।
তার সেই কালো মখমলের থলি থেকে জারার আগের ফিরিয়ে দেওয়া নাকফুলটি তুলে ন