পরে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় আমাকেও কন্ট্রাক্ট দিয়েছিল। তোর কাছে ফিরে আওড়াবার দরকার নেই আমার জীবন কেমন কাটছিল, কী ছিল সব খুঁটিনাটি। আমি তোকে সবকিছু জানিয়েই চিঠি লিখতুম। সেখানে আমার বেঁচে থাকাটা ছিল কেমন একটা চটচটে ফাঁকা দমবদ্ধ দশা, যেন আমি একটা খুদে ঝিনুক, হারিয়ে গিয়েছি চেপে বসা এক নিঃসঙ্গতায়, আস্তে-আস্তে লড়ছি এমন এক ভবিষ্যতের সঙ্গে মরুভূমির হঠাৎ নামা রাতের সূচনার মতোই যা অন্ধকার, একটা পচা পোকায়-কাটা রুটিনে আটকা পড়ে গিয়েছিল, সময়ের সঙ্গে চিবিয়ে চিবিয়ে জাবর কাটতে কাটতে লড়ছি দ্বৈরথ। সবকিছু তেতে ওঠা, চটচটে, আঠালো। আমার গোটা জীবনটাই কেমন যেন পিচ্ছিল হয়ে গেছে, মাসের গোড়া থেকেই পরের মাস পয়লার জন্যে একটা উগ্ৰ বাসনা আমায় কুরে কুরে খায়।